আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় ক্রিকেট ফ্যানদের জন্য সুখবর। সুস্থ হওয়ার পথে শ্রেয়স আইয়ার। মঙ্গলবার বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া জানান, চিকিৎসকদের আশার তুলনায় দ্রুত সুস্থ হয়ে উঠছেন ভারতীয় তারকা। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বোর্ড সচিব বলেন, 'শ্রেয়স আগের তুলনায় এখন অনেক ভাল আছে। চিকিৎসকরা যা আশা করেছিল, তার থেকে অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছে। আমি ডাক্তার রিজওয়ানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। ও শ্রেয়সের সঙ্গে সিডনির হাসপাতালে থেকে গিয়েছে। সাধারণত ছয় থেকে আট সপ্তাহ লাগবে পুরোপুরি ফিট হতে। তবে ও তার আগেই সুস্থ হয়ে যেতে পারে। ডাক্তাররা ওর শারীরিক উন্নতিতে খুব খুশি। ধীরেধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। ওর চোট মারাত্মক ছিল। তবে সেই জায়গা থেকে বেরিয়ে এসেছে। যার ফলে আইসিইউ থেকে ওকে বেডে দিয়ে দেওয়া হয়েছে।' 

বেশ কয়েকটা মিডিয়া রিপোর্ট প্রকাশিত হয়, শ্রেয়সের অস্ত্রোপচার হয়েছে। কিন্তু সাইকিয়া জানান, তাঁর অস্ত্রোপচার হয়নি। অন্য ধরনের প্রক্রিয়া হয়েছে। সেই কারণেই এত দ্রুত সুস্থ হয়ে উঠছে। রক্তক্ষরণ সামলাতে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় শ্রেয়সকে। এইধরনের চোটের জন্য সাধারণত সাত থেকে দশদিন হাসপাতালে থাকতে হয়। তাই ততদিন তাঁকে সিডনির হাসপাতালে থাকতে হবে। মঙ্গলবার থেকে স্বাভাবিক খাবার দেওয়া হচ্ছে শ্রেয়সকে। কোনও সাপোর্ট ছাড়া হাসপাতালে হাঁটছে। ফোনও ধরছে।

প্রসঙ্গত, একটি রিপোর্ট অনুযায়ী, সোমবার ভারতীয় সময় বিকেলে আইসিইউ থেকে ছাড়া পান তারকা ক্রিকেটার। চোটের জায়গা থেকে রক্তক্ষরণ হয় টিম ইন্ডিয়ার সহ অধিনায়কের। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে পেছনে ছুটে দুর্দান্ত ক্যাচ ধরেন। কিন্তু সেই প্রক্রিয়ায় নিজেকে আহত করেন। বুকের বাঁ পাঁজরে চোট পান। সংবাদসংস্থা পিটিআইয়ের একটি রিপোর্টে বলা হয়, 'আইয়ার ড্রেসিংরুমে অজ্ঞান হয়ে যায়। শরীরের অত্যাবশ্যকীয় লক্ষণগুলো স্বাভাবিকের থেকে কমে যায়। তারপরই তড়িঘড়ি শ্রেয়সকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ড্রেসিংরুমে ফেরার পর অসুস্থ বোধ করায়, দ্রুত ব্যবস্থা নেয় বোর্ড। দলের ডাক্তার এবং ফিজিও কোনও ঝুঁকি নেয়নি। সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে অবস্থা স্থিতিশীল। তবে পরিস্থিতি মারাত্মক হতে পারত। আশা করা যাচ্ছে, ও দ্রুত সুস্থ হয়ে উঠবে।' ভিসা সমস্যা মিটে গিয়েছে। সিডনিতে শ্রেয়সের সঙ্গে যোগ দেবে তাঁর বোন।