আজকাল ওয়েবডেস্ক: অধিনায়ক হিসেবে তিনটে টেস্ট খেলে ফেললেন শুভমন গিল। ব্যাট হাতে সফল হলেও, অধিনায়ক হিসেবে বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে। তারমধ্যে লর্ডস টেস্টে অচেনা গিলকে চাক্ষুষ করেছে বিশ্বক্রিকেট। যা এখনও সাধারণ দর্শকের থেকে লুকোনো ছিল। শুভমন সাধারণত শান্ত স্বভাবের। খুব বেশি দেখনদারি নেই। বিরাট কোহলির সম্পূর্ণ ভিন্ন স্বভাবের। কিন্তু লর্ডসে এক অন্য গিলকে দেখা যায়। সতীর্থদের হয়ে মাঠে ইংল্যান্ডের প্লেয়ারদের সঙ্গে চোখে চোখ রেখে লড়লেন টিম ইন্ডিয়ার তরুণ নেতা। মাঠে তাঁর এনার্জি দেখে সবাই চমকে যায়। অনেকেই তাঁর সঙ্গে কোহলির তুলনা টানে। এখানেই প্রশ্ন তুলে দিলেন সঞ্জয় মঞ্জরেকর। 

ভারতের প্রাক্তন তারকা মনে করছেন, দৃষ্টি আকর্ষণের জন্য বিরাটকে নকল করেন তরুণ অধিনায়ক। মঞ্জরেকর বলেন, 'কেউ ব্র্যান্ড তৈরি করার চেষ্টা করতে পারে। আমরা ভারতীয়। আমরা কারোর থেকে কম নয়। এটাই আমাদের মাইলেজ দেয়। আশা করছি শুভমন গিল সেটার জন্য করেনি। বিরাট কোহলি যা করেছে, সেটা ওর স্বভাব। ওর ক্রিকেট এবং ব্যাটিং সেটার জন্যই পরিচিত। কিন্তু শুভমন গিলের আগ্রাসন স্বাভাবিকভাবে আসে কিনা জানা নেই। কোহলি ব্যাট করতে নামলে, ও ওদের চোখে চোখ রেখে শতরান করত। কিন্তু শুভমন গিলের শরীরীভাষা আলাদা। ও প্রায় ডন ব্র্যাডম্যানের মতো ব্যাট করেছে। তাতেই বোঝা যাচ্ছে, আগ্রাসী মনোভাব ওর স্বভাবচরিত নয়।' জ্যাক ক্রলির সঙ্গে শুভমন গিলের ঝামেলা চর্চার বিষয় হয়।

হারের জন্য ভারত অধিনায়কের আচরণকে দায়ী করেন মহম্মদ কাইফ। শুনে অবাক লাগলেও, এটাই সত্যি। সোশ্যাল মিডিয়ায় চমকে দেওয়ার মতো মন্তব্য করেন কাইফ। দাবি করেন, জ্যাক ক্রলির সঙ্গে গিলের ঝামেলা ইংল্যান্ডকে একপ্রকার ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে। তারপরই অসাধারণ স্পেল করেন বেন স্টোকস। যা আয়োজকদের লর্ডস টেস্ট জিততে সাহায্য করে। তৃতীয় দিনের শেষে ক্রলির বিরুদ্ধে সময় নষ্ট করার অভিযোগ করেন গিল। কথা কাটাকাটিতেও জড়ান। কিন্তু ভারতের তরুণ নেতার এই আচরণ দলকে সাহায্য করেনি। আরও বেশি আগ্রাসী মনোভাব নিয়ে ঝাঁপিয়ে পড়েন স্টোকসরা‌। 

নিজের এক্স হ্যান্ডেলে কাইফ লেখেন, 'জ্যাক ক্রলির সঙ্গে শুভমন গিলের লড়াই ইংল্যান্ডকে তাতিয়ে দেয়। এজবাস্টনের পর ওদের ব্যাটিং, বোলিং এবং নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু এই ঘটনা স্টোকসকে উত্তেজিত করে তোলে। দারুণ স্পেল করে। আচরণ বদলানো কখনও উচিত নয়। যে আচরণ কার্যকরী হয়, সেটাই রাখা উচিত। এভাবেই গিল এটা শিখে যাবে।' ভারতের লর্ডস টেস্ট হার প্রসঙ্গে মাইকেল ভন বলেন, 'তৃতীয় দিন বিকেলের ঘটনা ইংল্যান্ডকে তাতিয়ে দেয়। শুভমন গিলকে টেকনিক্যালি শক্তপোক্ত মনে হয়নি। চতুর্থ দিন বিকেলে ব্যাট করতে নামার সময় ওর মেজাজ একটু বিগড়ে ছিল। তবে ওর দল খুব ভাল লড়াই করেছে।' গিলের এমন আচরণে অবাক বিশ্বক্রিকেট।