আজকাল ওয়েবডেস্ক: শুভমন গিলের নেতৃত্বে একদিনের ক্রিকেটে যাত্রা শুরু করছে ভারত। রোহিত শর্মার থেকে নেতৃত্ব পাওয়ার পর প্রাক্তন অধিনায়কের সঙ্গে তাঁর সম্পর্কের কথা জানালেন তরুণ নেতা। রবিবার পারথের অপটাস স্টেডিয়ামে প্রথম একদিনের ম্যাচে নামবে ভারত। সাদা বলের ক্রিকেটে প্রত্যাবর্তন হবে রোহিত এবং কোহলির। অনেকেই রোহিতের সঙ্গে গিলের সম্পর্কের অবনতির কথা বলছে। সেটা ফুৎকারে অস্বীকার করলেন তরুণ নেতা। শনিবার প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে গিল বলেন, 'বাইরে যাই বলা হোক না কেন, আমাদের মধ্যে কিছু হয়নি। সবকিছু পুরোনো দিনের মতোই আছে। ও সবসময় সাহায্য করে। সবসময় অভিজ্ঞতা ভাগ করে নেয়। আমি ওর থেকে পরামর্শ চেয়েছি। আমি জিজ্ঞেস করি, তুমি অধিনায়ক হলে এই উইকেটে কী করতে? আমি অন্যান্য প্লেয়ারদের মাথায় কী চলছে, সেটাও জানতে চাই। বিরাট এবং রোহিত ভাইয়ের সঙ্গে আমার সম্পর্ক ভাল। আমি সবসময় ওদের পরামর্শ নিই। ওরা নিজেদের মতামত জানাতে দ্বিধা করে না।'
অধিনায়ক হিসেবে সাফল্য পেয়েছেন এমএস ধোনি। তারপর চলে বিরাট কোহলি এবং রোহিত শর্মা যুগ। এই ভারতীয় ত্রয়ীর জুতোয় পা গলানো যে সহজ হবে না সেটা জানেন গিল। চ্যালেঞ্জ গ্রহণ করতে তৈরি রোহিতের উত্তরসূরি। গিল বলেন, 'প্রথমে মাহি ভাই, তারপর বিরাট ভাই। এবার আমরা রোহিত ভাইয়ের আদর্শ এগিয়ে নিয়ে যাব। ওদের প্রচুর অভিজ্ঞতা। এই দলকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আমি বিরাট ভাই এবং রোহিত ভাইয়ের সঙ্গে কথা বলেছি। কী ধরনের সংস্কৃতি রাখা উচিত দলের মধ্যে সেই নিয়ে। ওদের অভিজ্ঞতা আমাদের সাহায্য করবে।'
দুই মহাতারকা গিলের অনুপ্রেরণা। দল অস্ট্রেলিয়ায় রওনা হওয়ার আগে, শুভমনকে জড়িয়ে ধরতে দেখা যায় রোহিতকে। একটি ভিডিওতে কোহলিকে গিলের পিঠ চাপড়াতে দেখা যায়। তাতেই দু'জনের সমর্থন বোঝা যায়। চ্যাম্পিয়ন্স ট্রফির পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করছেন বিরাট এবং রোহিত। শুভমন জানালেন, তাঁদের আদর্শ মেনেই বড় হয়েছেন তিনি। গিল বলেন, 'ছোটবেলায় আমি বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে আদর্শ মেনে চলতাম। যে ধরনের খেলা এবং দক্ষতা ওরা দেখিয়েছে, এককথায় অনুপ্রেরণাদায়ক। এবার আমার নেতৃত্বে ওরা খেলবে, এটা সম্মানের। আমি ওদের থেকে অনেক কিছু শিখতে পারব। রোহিত এবং বিরাট সাদা বলের ক্রিকেটে অন্যতম সেরা। তাঁদের অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ। এটাই পার্থক্য গড়ে দেবে।' রবিবার থেকে শুরু হবে তিন ম্যাচের সিরিজ।
