আজকাল ওয়েবডেস্ক: নতুন কোচের নাম ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা। ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত কোচ করা হল শুকরি কনরাডকে। ক্রিকেটের তিন ফরম্যাটেই দায়িত্বে থাকবেন তিনি। ২০২৩ সাল থেকে প্রোটিয়াদের টেস্ট দলের দায়িত্বে ছিলেন ৫৮ বছরের শুকরি। চ্যাম্পিয়ন্স ট্রফির পর এপ্রিলে পদত্যাগ করেন সাদা বলের কোচ রব ওয়াল্টার। তারপরই সাদা বলের দায়িত্ব দেওয়া হল তাঁকে। জুলাইয়ে তাঁর কোচিংয়ে জিম্বাবোয়ে এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। আগামী দুই বছর ঘটনাবহুল। ২০২৬ সালে ভারতে টি-২০ বিশ্বকাপ। তার পরের বছর, ২০২৭ সালে একদিনের বিশ্বকাপ। দুটো আইসিসি টুর্নামেন্টেই কনরাডের কোচিংয়ে খেলবে দক্ষিণ আফ্রিকা।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ডিরেক্টর এনোচ এনকেউয়ি কনরাডের প্রশংসা করেন। তিনি বলেন, 'টেস্টে শুকরি নিজের জায়গা পাকা করেছে। একই জিনিস আমি সাদা বলের ক্রিকেটেও দেখতে চাই।' তাঁর কোচিংয়ে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা। লর্ডসে ১১ থেকে ১৫ জুন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামবে প্রোটিয়ারা। নতুন দায়িত্ব পেয়ে খুশি দক্ষিণ আফ্রিকার লাল বলের কোচ। কনরাড বলেন, 'দক্ষিণ আফ্রিকা দলকে সব ফরম্যাটে কোচিং করানো সম্মানের। সাদা বলের দল ভাল। আমার বিশ্বাস, স্পেশাল কিছু করে দেখানোর ক্ষমতা আমাদের আছে।' তিন ফরম্যাটেই দক্ষিণ আফ্রিকাকে সেরা দল করতে চান তিনি।
