সংবাদ সংস্থা মুম্বই: দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করতে চলেছেন সোনাক্ষী সিনহা। ইন্ডাস্ট্রির অন্দরে ফিসফাস ছিল অনেকদিন ধরেই। গত কয়েকদিনে তা অনেক বেশি জোরালো হয়েছে। দক্ষিণী তারকা সুধীর বাবুর বহুল প্রতীক্ষিত অতিপ্রাকৃত থ্রিলার 'জটাধারা'র মাধ্যমেই নাকি সোনাক্ষির তেলুগু ছবির জগতে অভিষেক হতে চলেছে। যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে সোনাক্ষি অথবা ছবি নির্মাতাদের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি, তবু ইন্ডাস্ট্রির অন্দরের খবর এই ছবিতে সোনাক্ষীকে দেখা একরকম পাকা। অভিনেত্রী ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, 'জটাধারা'তে যে ধরনের চরিত্রে অভিনেত্রীকে দেখবেন দর্শক, তা নাকি আগে দেখেননি।
ছবিতে মূল চরিত্রে থাকছেন সুধীর বাবু। ইতিমধ্যেই হায়দরাবাদে ঘটে করে ছবির মহরৎ হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে, সোনাক্ষী নাকি আগামী ৮ মার্চ থেকে শুটিং শুরু করতে পারেন। অনেকেই জানেন না, দক্ষিণী ছবিতে অভিনয়ের প্রথমবার সুযোগ পেয়েছিলেন শত্রুঘ্ন-কন্যা বহু বছর আগে। কমল হাসানের 'হে রাম' ছবিতে তাঁর বিপরীতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন সোনাক্ষী। উল্লেখ্য, গত বছর সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ওটিটি সিরিজ 'হিরামন্ডি'তে সোনাক্ষির অভিনয় দারুণ প্রশংসিত হয়েছিল দর্শকমহলে। সোনাক্ষীর আসন্ন প্রজেক্টের মধ্যে রয়েছে ‘নিকিতা রায় অ্যান্ড দ্য বুক অফ ডার্কনেস’।
উল্লেখ্য, দীর্ঘ সাত বছরের প্রেমের পর গত বছর গাঁটছড়া বেঁধেছিলেন সোনাক্ষী ও জাহির ইকবাল। জাহির ইকবালের সঙ্গে বিয়ের পর থেকেই নেটিজেনদের চর্চায় থাকেন বলি অভিনেত্রী। কিন্তু বারবার অভিনেত্রী নানা সাক্ষাৎকারে বুঝিয়েছেন যে তিনি ভাল আছেন। কিন্তু তারপরেও চর্চার জট কাটতে চায় না। এই জুটির বিয়ে নিয়েও সমস্যা তৈরি হয়েছিল দুই পরিবারের মধ্যে। কিন্তু সব বাধা কাটিয়ে জয় হয়েছিল তাঁদের ভালবাসার। হিন্দু বা ইসলাম রীতি মেনে নয়, আইনি বিবাহ সেরেছিলেন সোনাক্ষী-জাহির। মেয়ের ভিন্নধর্মী বিয়েতে উপস্থিত ছিলেন বাবা শত্রুঘ্ন সিনহা ও মা পুনম। কিন্তু বোনের বিয়েতে দেখা যায়নি তাঁর দুই দাদা, লব ও কুশকে।
