নতুন অধ্যায় শুরু করলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের প্রাক্তন স্বামী রোশন সিং। নায়িকার সঙ্গে বিচ্ছেদের মাত্র তিন মাসের মাথায় বিয়ে করলেন। পাত্রী অনামিকা মৈত্র। ভালবেসে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তাঁরা। দিনটি ছিল ৩১ জুলাই।

রোশনের জীবনে নতুন বসন্ত আসার আভাস পাওয়া গিয়েছিল আগেই। তবে সেই সময় আদালতে শ্রাবন্তীর সঙ্গে বিচ্ছেদের মামলা চলায় প্রেম নিয়ে মুলতে নারাজ ছিলেন তিনি। চুপিসারেই মনের মানুষের সঙ্গে এগোচ্ছিলেন স্বপ্নপূরণের পথে। চলতি বছরের এপ্রিল মাসে আইনি ভাবে বিচ্ছেদ হয় রোশন-শ্রাবন্তীর। প্রায় চার বছর মামলা চলার পর অবশেষে আলাদা হন তাঁরা। শ্রাবন্তী এখনও
একা থাকলেও সঙ্গী খুঁজে পেলেন রোশন।

নেটমাধ্যমে যদিও বিয়ের কোনও ছবি পোস্ট করেননি রোশন। তবে তাঁর স্ত্রী সেই বিষয়ে বেশ সক্রিয়। বিয়ের দিন অনামিকা সেজে উঠেছিলেন লাল টুকটুকে বেনারসিতে। সঙ্গে মানানসই মেকআপ, গা ভর্তি গয়না। চন্দনশোভিত ললাটে এঁকেছিলেন লাল টিপ। অন্য দিকে ঘিয়ে রঙা ধুতিতে নজর কেড়েছিলেন রোশন। নিয়ম মেনে সিঁদুর দান, মালাবদল করে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। টলিউড ইন্ডাস্ট্রি সূত্রে খবর, অনামিকা কলকাতারই মেয়ে। মিডিয়া সায়েন্স নিয়ে এমএসসি করেছেন। তারপর এমবিএ।

প্রেম করাকালীন একে অপরের সঙ্গে প্রচুর সময় কাটিয়েছেন রোশন-অনামিকা। একসঙ্গে বেড়াতেও গিয়েছেন। সেই সময় যদিও প্রেমিকের মুখ প্রকাশ্যে না এনেই ছবি পোস্ট করতেন অনামিকা। বিয়ের আগে আইবুড়ো ভাত, গায়ে হলুদ, মেহেন্দি, বৃদ্ধির ছবি নেটমাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নেন তিনি। রোশন যদিও সে সব কিছুই করেননি। বলা যায়, জীবনের শুভ সময় নিজেকে খানিক অন্তরালেই রেখেছিলেন শ্রাবন্তীর প্রাক্তন স্বামী। অনামিকার ইনস্টাগ্রাম প্রোফাইল ভর্তি বিয়ের ছবি থাকলেও একটি পোস্ট ছাড়া রোশনের প্রোফাইলে বিয়ের কোনও চিহ্ন মেলে না। তা হলে কি বিতর্ক থেকে নিজেকে দূরে রাখতেই হিসেবি হয়ে উঠলেন রোশন
? সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।

২০১৯ সালে পঞ্জাবি মতে চুপিসারে বিয়ে করেছিলেন রোশন-শ্রাবন্তী। বেশ কয়েক মাস চুটিয়ে সংসারও করেন তাঁরা। নেটমাধ্যম থেকে টলিউডের যে কোনও অনুষ্ঠান, নায়িকার পাশে দেখা যেত তাঁর স্বামীকে। কিন্তু বছর ঘুরতেই সম্পর্কের তাল কাটে। আলাদা বাড়িতে থাকতে শুরু করেন তাঁরা। বাড়তে থাকে তিক্ততা। নেটমাধ্যমে নানা ধরনের ইঙ্গিতমূলক স্টোরি দিয়ে চলত দুই পক্ষের ঠান্ডা লড়াই। তারপরেই আইনি বিচ্ছেদের পদক্ষেপ। তা নিয়েও যদিও কম জলঘোলা হয়নি। শোনা গিয়েছিল, রোশনের থেকে মোটা টাকা খোরপোশ দাবি করেছিলেন নায়িকা। তবে তা নিয়ে মুখ খোলেননি দু
জনের কেউই।

আরও পড়ুন:
‘সংস্কৃত মন্ত্র নয়, সিঁদুর দানের সময় বাজল তোমার চোখের কালো!’ নব-দম্পতির বিয়ে দেখে আবেগে ভাসলেন রূপম-পত্নী



অবশেষে বিচ্ছেদের পর নিজেদের মতো করে জীবন সাজিয়েছেন রোশন-শ্রাবন্তী। নানা সাক্ষাৎকারে নায়িকা জানিয়েছেন, এই মুহূর্তে প্রেম করার সময় তাঁর নেই। শ্রাবন্তী ব্যস্ত কাজ নিয়ে। আপাতত মেতে রয়েছেন  আসন্ন ছবি
দেবী চৌধুরানীনিয়ে। শিবপ্রসাদ মুখোপাধ্যায়-নন্দিতা রায় পরিচালিত আমার বস ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায় তাঁকে। বাবুসোনা ছবিটি শুটের সময় সহ-অভিনেতা জীতু কমলের সঙ্গে তাঁর নাম জড়ায়। গুঞ্জন ছিল, পর্দার বাইরেও নাকি একে অপরের প্রেমে মজেছেন নায়ক-নায়িকা। তা নিয়ে দুজনের মধ্যে খুনসুটিও চলত বিস্তর। তবে প্রেমটা আদৌ ছিল কি না, তা নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন দুজনেই। আপাতত ছেলে ঝিনুক এবং কাজ নিয়েই দিনযাপন শ্রাবন্তীর। আগাগোড়াই নিজের শর্তে বেঁচেছেন নায়িকা। তাঁর প্রাক্তনও এবার তিক্ত অতীত ভুলে পা বাড়ালেন নতুন জীবনে।