আজকাল ওয়েবডেস্ক: ২০২৫ সালের কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল (CHSL) পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের জন্য বড় ঘোষণা করল স্টাফ সিলেকশন কমিশন (SSC)। এবার পরীক্ষার্থীরা নিজেরাই বেছে নিতে পারবেন তাঁদের পরীক্ষার শহর, তারিখ এবং শিফট।
জানা গিয়েছে, আগামী ১২ নভেম্বর ২০২৫ থেকে শুরু হচ্ছে এসএসসির প্রথম ধাপের (টিয়ার-১) পরীক্ষা। এই উদ্যোগের মাধ্যমে পরীক্ষার্থীরা নিজেদের সুবিধামতো পরীক্ষার স্লট নির্বাচন করতে পারবেন, যা সম্পূর্ণভাবে পরীক্ষার্থীদের জন্য সুবিধাজনক ব্যবস্থা বলে জানিয়েছে কমিশন।
ফর্ম ফিল আপ করা প্রার্থীদের আগামী ২২ অক্টোবর থেকে ২৮ অক্টোবরের মধ্যে SSC-এর অফিশিয়াল ওয়েবসাইটে (ssc.gov.in) লগইন করে নিজেদের পছন্দের শহর, তারিখ ও শিফট বেছে নিতে হবে।
আবেদন করার সময় যে তিনটি শহরের নাম প্রার্থীরা উল্লেখ করেছিলেন, সেখান থেকেই বাছাই করা যাবে পরীক্ষাকেন্দ্র। কমিশনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আঞ্চলিক ভাষায় পরীক্ষা দিতে ইচ্ছুক প্রার্থীদের ক্ষেত্রে নির্দিষ্ট তারিখ ও শিফটের প্রাপ্যতা সীমিত থাকতে পারে।
তবে প্রার্থীর পছন্দের স্লট যদি ইতিমধ্যেই পূর্ণ থাকে, তাহলে SSC “best-effort basis”-এ বাকি খালি স্লটগুলির মধ্যে থেকে বরাদ্দ করবে। তবে পছন্দের প্রথম তারিখ বা শিফট পাওয়ার নিশ্চয়তা নেই।
একবার স্লট নির্বাচন সম্পূর্ণ হয়ে গেলে কোনও পরিবর্তন করা যাবে না, তাই প্রার্থীদের সতর্কতার সঙ্গে বাছাই করার পরামর্শ দিয়েছে কমিশন। SSC আরও স্পষ্ট করেছে, নির্ধারিত সময়সীমার মধ্যে যারা শহর, তারিখ ও শিফট নির্বাচন করবেন না, তাঁদের পরীক্ষায় অংশগ্রহণে অনিচ্ছুক বলে গণ্য করা হবে।
নিজের রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রার্থীরা SSC-এর ওয়েবসাইটে লগইন করে স্লট সিলেকশন অপশনে গিয়ে পছন্দের তারিখ ও শিফট বেছে নিয়ে “Save & Submit” করতে পারবেন। জমা দেওয়ার পর প্রার্থীদের কনফার্মেশন পেজ ডাউনলোড করে সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
পরীক্ষার্থীদের সুবিধার জন্য SSC তাদের অফিশিয়াল ওয়েবসাইটে একটি বিস্তারিত গাইড এবং স্ক্রিনশটসহ নির্দেশিকা প্রকাশ করবে, যেখানে ধাপে ধাপে স্লট নির্বাচনের পদ্ধতি ব্যাখ্যা করা থাকবে। অতিরিক্ত তথ্য ও আপডেটের জন্য প্রার্থীদের SSC-এর সরকারি ওয়েবসাইটেই নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
