আজকাল ওয়েবডেস্ক: চোট থেকে নেতৃত্ব। পথটা মসৃণ ছিল না। ধৈর্য, পরিকল্পনা এবং অধ্যাবসায় এই জায়গায় পৌঁছেছেন সূর্যকুমার যাদব। শেষ কয়েক সপ্তাহ বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে কাটান। কিন্তু সঠিক রিহ্যাব প্রক্রিয়া এবং বিশ্বমানের পরিকাঠামো এশিয়া কাপের আগে তাঁকে প্রত্যাবর্তনে সাহায্য করে। মঙ্গলবার একটি ভিডিও পোস্ট করে বোর্ড। সেখানে সূর্যকুমার বলেন, 'আমার এখন ভাল লাগছে। পাঁচ থেকে ছয় সপ্তাহ হয়ে গিয়েছে। ভাল প্রক্রিয়া, সঠিক রুটিন বজায় রেখে সুস্থ হয়ে উঠেছি। এখন ভাল লাগছে। আইপিএলের শেষদিকে স্পোর্টস হার্নিয়ার কথা জানতে পারি। একই ধরনের চোট আমার আগের বছরও ছিল। তাই আমি বুঝতে পারি। তারপর এমআরআই করার সিদ্ধান্ত নিই। রিপোর্টে স্পষ্ট হয়ে যায়। আইপিএলের পর আমি জার্মানিতে যাই। জানতাম ধাপে ধাপে সুস্থ হয়ে উঠব। তাই কোনও তাড়াহুড়ো করিনি।'
দ্রুত ফিট হয়ে আবার এশিয়া কাপে ফেরার জন্য বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সের স্টাফদের কৃতিত্ব দেন। পরিকাঠামোর ভূয়সী প্রশংসা করেন ভারতের টি-২০ অধিনায়ক। সূর্যকুমার বলেন, 'আমি যখন আগের বছর এখানে ছিলাম, বা এইবছর আসি, ওরা খুব ভাল করে জানত আমার কী প্রয়োজন। সেই অনুযায়ী ওয়ার্কআউট পরিকল্পনা করা হয়। তারপর জিম সেশন প্ল্যান করা হয়। সপ্তাহ ধরে এগিয়েছি। অসাধারণ পরিকাঠামো। জিমে একসঙ্গে ৩০-৩৫ জন ট্রেনিং করতে পারবে। প্র্যাকটিসের জন্য ৬০-৭০ উইকেট আছে। তিনটে মাঠ আছে। অবিশ্বাস্য পরিকাঠামো। অনেকদিন পর এত ভাল পরিকাঠামো দেখলাম। আমাকে সঠিকভাবে গাইড করেছে সবাই।' এশিয়া কাপে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন সূর্য।
এশিয়া কাপের দল ঘোষণা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে ক্রিকেটমহলে। মূলত দুটো বিষয় নিয়ে চর্চা চলছে। এক, শুভমন গিলকে সহ অধিনায়ক করা। দ্বিতীয়ত, শ্রেয়স আইয়ারের বাদ পড়া। মুম্বইয়ে সাংবাদিক সম্মেলন করে এশিয়া কাপের দল ঘোষণা করেন বিসিসিআইয়ের মুখ্য নির্বাচক অজিত আগরকর এবং অধিনায়ক সূর্যকুমার যাদব। গিলকে নিয়ে চর্চা চলছিলই। শেষমেষ সুযোগ দেওয়া হয় টেস্ট অধিনায়ককে। এশিয়া কাপের দলে রাখা হয় যশপ্রীত বুমরাকে। শ্রেয়স আইয়ার ছাড়াও বাদ পড়েন ওয়াশিংটন সুন্দর এবং প্রসিদ্ধ কৃষ্ণ। মনে করা হচ্ছে, টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখেই এই দল গড়া হয়েছে। তবে যারা বাদ পড়েছে, তাঁদের আশা রাখার আশ্বাস দেন অজিত আগরকর। দাবি করেন, এটাই বিশ্বকাপের চূড়ান্ত দল, এমন ভাবার কোনও কারণ নেই। টি-২০ বিশ্বকাপের আগে ২০টি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। অর্থাৎ, বাকিদের সুযোগ থাকবে বিশ্বকাপের দলে জায়গা পাওয়ার।
