নিজস্ব সংবাদদাতা: স্বস্তিকা এমন এক অভিনেত্রী, তার থেকেও বড় কথা এমন এক মানুষ যিনি স্পষ্ট কথা স্পষ্ট ভাবে বলতেই পছন্দ করেন। এ কথা জানেন তাঁর পরিচিত সকলেই। এমনকি, সম্পর্কের ব্যাপারেও খোলাখুলি কথা বলেন তিনি। কখনও জিৎ, কখনও পরমব্রত চট্টোপাধ্যায়, কখনও সৃজিত মুখোপাধ্যায়, কখনও বা সুমন মুখোপাধ্যায়— বিভিন্ন সময়ে স্বস্তিকার সঙ্গে এই ব্যক্তিদের সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে ইন্ডাস্ট্রি থেকে শুরু করে জনতামহলে। স্বস্তিকা বরাবরই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা,স্পষ্ট কথা বলতেই ভালবাসেন। এবার সর্বভারতীয় স্তরের এক সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে যেমন জিতের সঙ্গে এক সময়ে তাঁর প্রেম নিয়ে খুল্লম খুল্লা কথা বললেন। আরও জানালেন, জিতের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার জন্য আজও তাঁর মেয়ে তাঁকেই দায়ী করে! 

 

সাক্ষাৎকারে স্বস্তিকা জানালেন জীবনে মোট ৬টা সম্পর্কে জড়িয়েছেন তিনি। যাকে বলে টানটান, পোক্ত প্রেম। তবে সম্পর্কের সংখ্যা ৬টা হলেও স্বস্তিকার কাছে তা ৬০০০-এর মতো! হাসতে হাসতে নিজেই তা জানলেন অভিনেত্রী। পাশাপাশি আরও বলেন – “৬টা সম্পর্ক মানে...সংখ্যার দিক থেকে এটা কিছুই নয়। আমার তো খুব ইচ্ছে বয়স ৫০-এর কোঠা ছুঁয়ে ফেলার আগে একগুচ্ছ প্রেম করে নেব।” এরপরেই ওঠে জিতের প্রসঙ্গ। 

 

নিজের অতিপরিচিত চেনা ছন্দে স্বস্তিকা বলে ওঠেন, “জিতের সঙ্গে সম্পর্কটা ছয় বছর ছিল। অনেকটা সময়। আমার মেয়ে ওঁর খুব কাছের ছিল। এখনও আমার মেয়ে আমাকেই দোষারোপ করে, দায়ী করে  জিতের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার ব্যাপারে! আমাকে বলে, “তুমি, তুমিই দায়ী এই সম্পর্কটা পরিণতি না পাওয়ার ব্যাপারে। উফ, এত সুন্দর দেখতে একটা মানুষ...” বলতে বলতে জোর গলায় হেসে ওঠেন অভিনেত্রী। 

 

আরও বলেন, “আমার বোন ও মা-ও বরাবর জিতের পক্ষেই ছিলেন। এরপর জিৎ যখন বিয়ে করে, অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ জানিয়েছিল। মা এবং বোন গিয়েছিল। তারপর...ফিরে এসে ওরা আবেগে কান্নাকাটি করা শুরু করেছিল, দেখে আমি তো অবাক। খানিক অবাক হয়েই বলে উঠেছিলাম, আরে, এসব আবার কোন নাটক শুরু করলে তোমরা?”


প্রসঙ্গত, গত বছর জিতের জন্মদিনের রাতে সমাজমাধ্যমে একটি পোস্ট করেছিলেন স্বস্তিকা। সেই পোস্টেও খোলামেলা ইঙ্গিতে জানিয়েছিলেলেন, একটা সময় জিতের সঙ্গে ভালবাসার সম্পর্ক গড়ে উঠেছিল তাঁর।