আজকাল ওয়েবডেস্ক: ব্রণর সমস্যায় নাজেহাল অনেকেই। দুই গালে তো বটেই, অনেকেরই কপালে, থুতনিও ব্রণয় ভর্তি থাকে। যা থেকে রেহাই পেতে বাজারচলতি প্রসাধনী থেকে শুরু করে ঘরোয়া টোটকা, বাদ রাখেন না কোনও কিছুই। কিন্তু ব্রণর হাত থেকে মেলে না মুক্তি। সেক্ষেত্রে কয়েকটি ঘরোয়া ফেসপ্যাকে ভরসা রাখলেই রাতারাতি পাবেন উপকার। 

তৈলাক্ত ত্বকের সমস্যায় তুলসী- তৈলাক্ত ত্বকের যত্ন নিতে তুলসী দিয়ে বানিয়ে নিতে পারেন ফেসপ্যাক। তুলসী, এবং নিমপাতা একসঙ্গে বেটে নিন। এবার এই মিশ্রণটি ভাল করে ত্বকে লাগান। খানিকক্ষণ বাদে শুকানোর পর ধুয়ে নিলেই ত্বক থাকবে কোমল।

তুলসী পাতার গুঁড়োর সঙ্গে এক চামচ ওটসের গুঁড়ো এবং এক চামচ কাঁচা দুধ মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে মুখে লাগাতে পারেন। ১৫ মিনিট রেখে ধুয়ে নিন। সপ্তাহে দু’বার ব্যবহার করলে জেল্লা ফিরে পাবেন।

শীতকালীন ব্রণ তাড়াতে তুলসী পাতা গুঁড়ো করে তার সঙ্গে নিমপাতা বাটা, হলুদ গুঁড়ো আর চন্দন গুঁড়ো একসঙ্গে মিশিয়ে একটি প্যাক বানিয়ে নিন। প্যাকটি সারা মুখে মেখে কয়েক মিনিট পর ধুয়ে নিন।

আধ চা চামচ হলুদ ও এক টেবিল চামচ মধু দিয়ে একটি প্যাক তৈরি করুন। হলুদ হল একটি প্রাকৃতিক প্রদাহবিরোধী। যা ব্রণর জ্বালা কমাতে ও ত্বককে প্রশমিত করতে সাহায্য করে। মধু ত্বককে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। প্রাকৃতিকভাবে এতে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য। এই ফেস প্যাকটি ১০-১৫ মিনিটের জন্য মুখে রেখে ধুয়ে নিন। 

রসুনের একটি কোয়া থেঁতো করে অ্যালোভেরা বা জোজোবা তেলে ডুবিয়ে রাখতে পারেন। এরপর ২ টেবিল চামচ দুধে রসুন মিশিয়ে একটি প্যাক তৈরি করুন। মাস্কটি মুখের ত্বকে ১০-১৫ মিনিট রেখে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। ব্রণর বিরুদ্ধে লড়াই করার জন্য এটি খুব ভাল প্যাক।