২০০২ সালে পরিচালক স্যাম রাইমির হাতে বড়পর্দায় জন্ম নেয় আধুনিক যুগের প্রথম ‘স্পাইডারম্যান’ ছবি। আর সেই চরিত্রে টোবি ম্যাগুয়ারের দুর্দান্ত পারফরম্যান্স তখন থেকেই জায়গা করে নিয়েছিল হলিউডের ইতিহাস। সেই প্রজন্মের সবথেকে প্রিয়া সুপারহিরো-অভিনেতার তকমা পেয়েছিলেন টোবি। ‘স্পাইডার ম্যান’-এর তিনটে সিনেমায় দাপটের সঙ্গে জাল বুনে নেওয়ার পর সেই চরিত্র থেকে বহু বছর নিজেকে সরিয়ে রেখেছিলেন তিনি। টোবির পর স্পাইডার ম্যান-এর ভূমিকায় ২০১২ ও ২০১৪ সালে দেখা গিয়েছিল অ্যান্ড্রু গারফিল্ড-কে। এরপর ২০১৬ থেকে এই চরিত্রে চুটিয়ে অভিনয় করে চলেছেন টম হল্যান্ড। তবে ২০২১ সালে ‘স্পাইডারম্যান: নো ওয়ে হোম’-এ অ্যান্ড্রু গারফিল্ড ও টম হল্যান্ডের সঙ্গে ‘স্পাইডার ম্যান’ হিসেবেই বড়পর্দায় টোবির কামব্যাক ছিল একেবারে ফ্যান-ফেভারিট মুহূর্ত।
এবার সেই টোবি ম্যাগুয়ারেরকেই নিয়ে নতুন করে ‘স্পাইডার-ম্যান ৪’ নিয়ে চর্চা শুরু হয়েছে হলিউডে! গুজবের সূত্রপাত লেখক ম্যাটসন টমলিন (যিনি দ্য ব্যাটম্যান ২-এর সহলেখকও)। এক ভক্ত এক্স (টুইটার)-এ তাঁকে প্রশ্ন করেন, “আপনি যদি চান, নিজের দৃষ্টিতে কেমন স্পাইডারম্যান গল্প লিখতেন?” উত্তরে টমলিন লেখেন, “আমি এখন সবচেয়ে বেশি আগ্রহী টোবি ম্যাগুয়ারের স্পাইডারম্যানকে নিয়ে। যেখানে সে একদিকে স্বামী ও পিতা, আর অন্যদিকে সুপারহিরো। বাবা হিসেবে স্পাইডারম্যানের সংগ্রামটাই সবচেয়ে মানবিক গল্প হতে পারে।”

কয়েক মাস পরে আরেক ভক্ত যখন তাঁকে জিজ্ঞেস করেন, “তাহলে ‘স্পাইডারম্যান ৪’-এর কোনও কাজ শুরু হয়েছে?”, তখন টমলিন বলেন, “ধীরে চলো, তবে দৌড়ে জিতবে! এখনই কিছু বলার নেই, কারণ এর মধ্যে অনেক মানুষ, রাজনীতি আর বড় সিদ্ধান্ত জড়িত। তবে এখন পর্যন্ত আমাকে কেউ ‘না’ বলেনি!”
প্রসঙ্গত, নভেম্বরে বড় পর্দায় ফিরছে সব স্পাইডারম্যান!
ভারতের প্রেক্ষাগৃহে আসছে এক বিরল সিনেমাটিক উৎসব। নভেম্বর জুড়ে রি-রিলিজ হচ্ছে সব স্পাইডারম্যান মুভি!
১৪ নভেম্বর থেকে দেখা যাবে টোবি ম্যাগুয়ারের ‘স্পাইডার-ম্যান ট্রিলজি’
২১ নভেম্বর থেকে অ্যান্ড্রু গারফিল্ডের ‘দ্য অ্যামাজিং স্পাইডার-ম্যান’
২৮ নভেম্বর থেকে টম হল্যান্ডের ‘এমসিইউ স্পাইডার-ম্যান সিরিজ’
আর ৫ ডিসেম্বর থেকে পর্দায় ফিরছে ‘স্পাইডার-ভার্স অ্যানিমেটেড দুনিয়া’
এই রি-রিলিজ আয়োজন একদিকে পুরোনো ফ্যানদের জন্য এক নস্টালজিক ট্রিবিউট, আবার নতুন প্রজন্মের দর্শকদের কাছে ‘স্পাইডার-ম্যান’-এর গল্পকে নতুন করে আবিষ্কারের সুযোগ। পিটার পার্কারের এক সাধারণ ছেলেকে থেকে ‘ফ্রেন্ডলি নেবারহুড হিরো’ হয়ে ওঠার সেই যাত্রা এবার আবারও ফিরে আসছে বড় পর্দায়।
আর কে জানে, হয়তো সেই যাত্রায় টোবি ম্যাগুয়ার আবারও জড়িয়ে যাবেন নিজের জালের ভেতর!
