নিজস্ব সংবাদদাতা: 'প্রজাপতি ২'-এর শুটিং লন্ডনে শেষ, শহরে না ফিরে স্কটল্যান্ডে পাড়ি! দেব জানালেন—এই মুহূর্তে পরিবারের সঙ্গেই তাঁর 'অ্যাকশন' চলছে। টলিউড তারকা দেব এই মুহূর্তে রয়েছেন শহর থেকে বহু দূরে—লন্ডন থেকে সোজা স্কটল্যান্ডে। শুটিংয়ের ক্ল্যাপ শেষ, তাও শহরে ফেরা নয়, কারণ এই মুহূর্তে ‘রুক্মিণী নয়, পরিবারের সঙ্গেই ব্যস্ত’ অভিনেতা। নিজের সোশ্যাল মিডিয়াতে মা, বাবা ও বোনের সঙ্গে একগুচ্ছ ছবি পোস্ট করে নিজেই জানালেন—“ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি… অ্যাকশনটা পরে হবে। স্কটল্যান্ড আমরা চলে এসেছি।”
প্রজাপতি ২-এ একগুচ্ছ চমক—ইধিকা-দেব, আবার এক নতুন মুখ জ্যোতির্ময়ী। ‘প্রজাপতি’ ছবির সাফল্যের পর এবার ‘প্রজাপতি ২’-এ আরও বড় ক্যানভাস নিয়ে ফিরছেন দেব।এই ছবির হাত ধরেই ছোটপর্দার পরিচিত মুখ জ্যোতির্ময়ী কুন্ডু-র বড়পর্দায় আত্মপ্রকাশ হতে চলেছে।
ছবিতে রয়েছেন মিঠুন চক্রবর্তী, এবং দেবের বরাবরের প্রিয় জুটি ইধিকা পাল।
আরও একটি বিশেষ চমক—দেবের সঙ্গে জ্যোতির্ময়ী কুন্ডুকেও দেখা যাবে জুটিতে। অর্থাৎ প্রজাপতি ২-এ দেবের জীবনে একাধিক নারীর উপস্থিতি, একাধিক আবেগ ও টানাপোড়েন—সেটাই দেখার বিষয়! তবে ক্যামেরার বাইরে দেব একেবারে ফ্যামিলি ম্যান—এই সফরে নেই রুক্মিণী, আছেন মা-বাবা আর বোন। প্রতিটি ছবির শুটিং শেষ হওয়ার পর রুক্মিণীর সঙ্গে বিদেশ সফরে বেরিয়ে পড়েন দেব—এ যেন অলিখিত রীতি।কিন্তু এবার দেবের সফরের সঙ্গী শুধুই পরিবার। এই সুযোগে তিনি সময় কাটাচ্ছেন মা-বাবা ও বোনের সঙ্গে, ঘুরে বেড়াচ্ছেন স্কটল্যান্ডের বিভিন্ন জায়গায়।
একটি ছবির ক্যাপশনে দেব নিজের ‘খাদান’ ছবির সংলাপ উল্টে লিখেছেন— “পরিবার নিয়ে ব্যস্ত আছি বলে কী ভাবলি অ্যাকশনটা ভুলে গেছি?”
এই এক লাইনেই ধরা পড়ে যায়—পরিবার তাঁর জীবনের কী গভীর অংশ।
‘খাদান’, ‘রঘু ডাকাত’–এর পর আবার পরিবার ঘিরে গল্পে ফিরছেন দেব। সাম্প্রতিক ছবি ‘খাদান’ ও ‘রঘু ডাকাত’—দু’টিই ছিল অ্যাকশন ও ইনটেন্স ড্রামার গল্প। কিন্তু তার মাঝেই আবার একটি ইমোশনাল পারিবারিক গল্প নিয়ে ফিরছেন দেব—‘প্রজাপতি ২’-এর মাধ্যমে।যেখানে দর্শক পাবে হাসি, কান্না, সম্পর্কের জটিলতা আর হৃদয়ের টানাপড়েন।
প্রসঙ্গত, গত দশ মাসে নিজেকে সম্পূর্ণ বদলে ফেলেছিলেন। গালভরা দাড়ি সঙ্গে পেশীবহুল চেহারায় ভক্তদের মনে ঝড় তোলার পর আবার অনুরাগীদের কাছে ফিরলেন দেব। তবে কিছুদিন আগে দেখিয়েছিলেন তাঁর নতুন বেশ। অর্ধ উন্মুক্ত দেহে তাঁকে দেখা গেল আয়নার সামনে। সেই ছবি ইনস্টাগ্রাম আর ফেসবুকে এই মুহূর্তে ভাইরাল। ছবিতে তাঁকে দেখা গিয়েছিল, অন্তর্বাস পরিহিত অবস্থায়, লম্বা দাড়ি ও রাফ অ্যান্ড টাফ লুকে।নিজের অর্ধ উন্মুক্ত ছবি সেইভাবে সামাজিক মাধ্যমে খুব একটা পোস্ট করেন না দেব। তবে রঘু ডাকাতের শুটিং শেষ করে নিজের লুক সম্পূর্ণ বদলে দিলেন সাংসদ অভিনেতা। কামিয়ে ফেলেছিলেন লম্বা দাড়ি। তবে দাড়ি নয়, চর্চার কেন্দ্রে উঠে এসেছিল তাঁর অন্তর্বাস। উল্লেখ্য, এছাড়াও চলছে ধূমকেতু মুক্তির কাজ। তাই এই বছরে অভিনেতার ব্যস্ততা তুঙ্গে।
