টলিপাড়ার পরিচিত মুখ সৌমি বন্দ্যোপাধ্যায়। অল্প বয়সেই বিয়ে, তারপর মা হওয়া—পেয়েছিলেন এক ছেলেবেলার স্বপ্নের সংসারের। কিন্তু সময় এগোনোর সঙ্গে সঙ্গে সেই গল্পে পড়ে ছেদ। তবে অতীত টেনে ধরে বসে থাকেননি অভিনেত্রী। বিচ্ছেদের পর নিজেকে নতুন করে গড়ে তুলছেন তিনি। নতুন করে সংসার সাজিয়েছেন, এবার নিজের কেরিয়ার আর কন্যাসন্তানকে আঁকড়ে এগিয়ে চলেছেন নতুন জীবনের পথে।
সম্প্রতি আইনি বিচ্ছেদ সম্পন্ন হয়েছে অভিনেত্রীর। তবে সৌমির কথায়, "মেয়ের দায়িত্ব তো প্রথম থেকেই আমার ওপর ছিল। শুধু এখন আইনিভাবে নিশ্চিত হলাম।” মেয়েকে নিজের বাবা-মায়ের কাছেই রেখে কলকাতায় একা থাকছেন সৌমি, কারণ শুটিংয়ের প্রয়োজনেই শহরে তাঁর বসবাস। নিজের নতুন সংসার সাজিয়েছেন নিজের হাতে। বলছেন, "সংসার করতে ভালবাসি, তবে এবার বুঝেছি—নিজের পায়ে দাঁড়ানো কতটা জরুরি।"

এক কথায়, কাজেই মুক্তি, অভিনয়েই আত্মবিশ্বাস। ‘মা দুর্গা’ ধারাবাহিক দিয়ে টেলিভিশনে পা রাখেন প্রায় এক দশক আগে। তারপর থেকে একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে নিজস্ব জায়গা তৈরি করেছেন পার্শ্বচরিত্রে। স্টার জলসার ‘হরগৌরী পাইস হোটেল’ থেকে আকাশ ৮-এর ‘প্রথম কদম ফুল’—প্রত্যেকটিই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। সৌমি জানান, ‘‘ভাল চরিত্র পেলে মুখ্য না হলেও সমস্যা নেই। চরিত্রটাই গুরুত্বপূর্ণ।’’ আপাতত ওয়েব সিরিজ ও বড়পর্দার দিকেও নজর তাঁর।
তবে বিচ্ছেদের সময়টা যে সহজ ছিল না, তা স্পষ্ট করেই জানিয়েছেন অভিনেত্রী। বলেন, “এত বছরের অভ্যেস, একটা মানুষ, একটা সংসার—তা থেকে বেরিয়ে আসাটা ভীষণ কঠিন। ভাগ্যিস আমার কাজগুলো ছিল, সারাদিন শ্যুটিং করে রাতে ঘুম হত। নয়তো মানসিক চাপটা আরও বাড়ত।”
“মেয়েকে ছুঁতে না পারলে খুব কষ্ট হয়...” আবেগ গোপন না রেখে অকপটে জানালেন অভিনেত্রী। মেয়ের কাছে সব সময় যেতে না পারার যন্ত্রণা লুকোন না সৌমি। তবে সমাজের চাপ ও ‘মায়েদের দায়িত্ব’ নিয়ে তৈরি হওয়া গোঁড়া ধারণার বিরুদ্ধে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। বলেছেন, “আমাদের মায়েরা নিজেদের জন্য ভাবতেন না। কিন্তু আমরা ভাবি। তাতে দোষ কোথায়?” বিচ্ছেদ হলেও প্রাক্তন স্বামী সম্পর্কে কোনও তিক্ত মন্তব্য করতে চান না। শুধু বললেন, “সবাই নিজস্ব সিদ্ধান্তে বিশ্বাসী। আমি শান্তি খুঁজি, তাই এই সিদ্ধান্ত।”
ফিরছেন সৌমি, তবে এবার নিজস্ব ছন্দে, নতুন পথের যাত্রী হয়ে। টলিউডে পরপর বিচ্ছেদের খবর যখন শিরোনামে, তখন সৌমির মতো সাহসী কণ্ঠ উঠে আসে আলাদা করে। ‘একসঙ্গে খারাপ থাকার চেয়ে আলাদা ভাল থাকা ভাল’—এটাই যেন এখনকার বাস্তবতা। তবে অতীতের পিছুটানকে জয় করে সৌমি যে নিজের কাজ, স্বপ্ন আর মেয়েকে সঙ্গে নিয়ে নতুন করে হাঁটছেন, সেটাই এই সময়ে তাঁর সবচেয়ে বড় জয়।
