পুজোয় আসছে আবীর চট্টোপাধ্যায় এবং মিমি অভিনীত নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘রক্তবীজ ২’।  শোনা গিয়েছে, 'রক্তবীজ'-এর তুলনায় ‘রক্তবীজ ২’ নাকি আরও বেশি অ্যাকশনে ভরপুর। ভিক্টর ব্যানার্জি, আবির চট্টোপাধ্যায় এবং মিমি চক্রবর্তীর পাশাপাশি এই ছবিতে রয়েছেন ব্যান্ডিট কুইন’ ছবিখ্যাত সীমা বিশ্বাস-ও। রক্তবীজ -এর মত এবারও দাপুটে পুলিশ কর্তা সংযুক্তা-র চরিত্রে মিমি।  অন্যদিকে এই ছবিতে অভিনেতা আবীর ফের কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা পুলিশ অফিসারের ভূমিকায় ধরা দেবেন।জানা গিয়েছে, এক রাজনৈতিক ব্যক্তিত্বের আদলে সীমা বিশ্বাসকে দেখানো হবে। সোমবার ছবি সমন্ধে একটি পোস্ট করলেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। আরও ভাল করে বললে, এই ছবির অন্যতম দুই অভিনেতাকে নিয়ে— রাজু ধর এবং অনুরণ সেনগুপ্ত। 

‘রক্তবীজ ২’তে এই দুই অভিনেতার লুক শেয়ার করে শিবপ্রসাদ লেখেন – “ ‘রক্তবীজ টু’তে যেসব অভিনেতা আমাকে মুগ্ধ করেছে। আমি তাদের কাছ থেকে শিখেছি, তাদের মধ্যে অন্যতম অনুরণ ও রাজু ধর। দুর্ধর্ষ দুই অভিনেতা। টিজারেই আমরা তাদের এক ঝলক দেখতে পেয়েছি  আরো অনেকের কথা এক এক করে বলবো। সিনেমার শেষ অব্দি বাঁচিয়ে রাখে গল্প আর এই সব বিরল অভিনেতারা।” (পোস্টের বানান অপরিবর্তিত রাখা হল)

 

 


স্বভাবতই পরিচালকের তরফে এহেন প্রশংসা পেয়ে খুশি দুই অভিনেতা। অবশ্য বহু বছর ধরেই মঞ্চে এবং একাধিক ওয়েব সিরিজে কাজ করে চলেছেন এই দুই অভিনেতা। পরিচালকের সেই পোস্ট ফেসবুকে শেয়ার করে তাঁকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন রাজু এবং অনুরণ দু’জনেই।

 

 

 

 

পোস্টের সঙ্গে অনুরণন লিখেছেন, “আমার প্রণাম নেবেন Shiboprosad Mukherjee স্যার। আমি প্রণাম জানাই Nandita Roy  ম্যামকে। আপনাদের জন্যই সম্ভব হয়েছে সবটা!
এখনও আমি বিশ্বাস করতে পারছি না। 

ধন্যবাদ Zinia Sen ম্যাম , এত বলিষ্ঠ সংলাপের জন্য, যা অভিনেতা হিসেবে আমার কাজকে ভীষণ সহজ করে তুলেছে!

Aritra Mukherjee দা, Dipayan Saha দা তোমাদের কাছে যে ভালোবাসা আর জোর পেয়েছি, তার জন্যই হয়ত আজ এই মুহূর্ত গুলোর সাক্ষী হতে পারলাম। 

এবং ধন্যবাদ, অফুরন্ত ভালবাসা গোটা টিম কে...

Brother Raju Dhar 

এবার দুর্গা পূজোয় ‘রক্তবীজ ২’...”( বানান অপরিবর্তিত রাখা হল) 

 


‘রক্তবীজ ২’ প্রথম কিস্তির থেকে অনেকটাই বেশি অ্যাকশন-প্যাকড বলে জানা গিয়েছে। রাজনৈতিক ষড়যন্ত্র, গোয়েন্দা অভিযান, পুলিশি তদন্ত—সব মিলিয়ে এই পুজোয় রক্তগরম থ্রিলারের দমকা হাওয়া আনতে চলেছে শিবপ্রসাদ-নন্দিতার নতুন সংযোজন।