বাস্তবে নায়িকাদের বন্ধুত্বের কথা শুনলে বিশ্বাস করতে চান না অনেকে। নায়িকারা নাকি বন্ধু হন না! মাত্র কয়েক মাসের মধ্যে  এই ধারণা ভেঙে দিয়েছিলেন নন্দিনী দত্ত এবং তিতিক্ষা দাস। দারুণ বন্ধু হয়ে উঠেছিলেন স্টার জলসার ‘দুই শালিক’ ধারাবাহিকের দুই নায়িকা। 

ধারাবাহিকের মতোই বাস্তবে ‘ঝিলিক’ এবং ‘আঁখি’ অর্থাৎ নন্দিনী ও তিতিক্ষা যেন ছিলেন হরিহর আত্মা। সহঅভিনেত্রী থেকে কখন যেন তাঁদের মধ্যে শুধু প্রিয় বন্ধু নয়, দিদি-বোনের মতো সম্পর্ক হয়ে গিয়েছিল। দুজনেই বলতেন, এই ধারাবাহিক থেকে তাঁরা একে অপরকে পেয়েছেন, তাই এই সম্পর্ক তাদের কাছে অমূল্য। ইন্ডাস্ট্রিতে এর আগে এমন বন্ধু তাঁরা পাননি। তবে ধারাবাহিক শেষ হতেই সম্পূর্ণ বদলে গেল গল্প।

ইতিমধ্যেই নন্দিনীকে দর্শকরা দেখতে পাচ্ছেন জি বাংলার ‘কনে দেখা আলো’ ধারাবাহিকে, তিতিক্ষা রয়েছেন কিছুদিনের বিরতিতে। ধারাবাহিক শেষ হওয়ার পরই যে তাদের মধ্যে সম্পর্ক শেষ হয়ে যাবে এমনটা ভাবেননি কেউই। তবে শুধু শোনা কথা নয়, সকলের সামনেই মিলল প্রমাণ। 

আরও পড়ুনঃ রিয়্যালিটি শো-এর মঞ্চে এবার কোয়েল মল্লিক! কোন চ্যানেলে দেখা যাবে 'টলি কুইন'কে?

সম্প্রতি শহরের এক পাঁচতারা হোটেলে এক বিশেষ পার্টিতে একসঙ্গে দেখা গেল টলিউডের একাধিক অভিনেত্রীদের। পার্টিতে একে অপরের সঙ্গে দেখা হওয়ায় প্রত্যেকেই কুশল বিনিময় করছিলেন। এই পার্টিতে প্রথম হাজির হন নন্দিনী, শাড়ি পড়ে এদিন দারুন দেখাচ্ছিল অভিনেত্রীকে। এর কিছুক্ষণ পরই দেখা যায় তিতিক্ষাকে। ‘আঁখি’কেও দেখা গেল প্রায় একই রংয়ের শাড়ি পড়তে। এর আগেও দুই শালিক ধারাবাহিকের সহ অভিনেত্রীর বিয়েতে প্রায় একই রকমের সাজে দেখা গিয়েছিল এই দুই অভিনেত্রীকে। সেই সময় অবশ্য পরিকল্পনা করেই সেজেছিলেন দু’জনে। তবে সম্প্রতি দু’জন পাশাপাশি থেকেও একে অপরের সঙ্গে কথা বলা তো দূর, বরং পাশ কাটিয়ে চলে গেলেন দু’জনেই। একই পার্টিতে থাকলেও এদিন তাঁদের একসঙ্গে দেখা গেল না, কেউ কথাও বললেন না একে অপরের সঙ্গে। এরপর পুরো পার্টিতে তাঁদের একসঙ্গে দেখা যায়নি। এত ভাল সম্পর্ক থেকে কী এমন হল যে কথা বন্ধ করে দিলেন ‘দুই শালিক’। এদিন নন্দিনী এবং তিতিক্ষার সম্পর্কের এই সমীকরণ দেখে অবাক হয়েছিলেন অনেকেই।

এর আগেও দর্শকেরা দেখেছেন নুসরত এবং মিমির সম্পর্ক। তাঁরা একে অপরকে ‘বনুয়া’ বলে ডাকতেন। শুধু তাই নয়, নুসরতের নিজের বোন নুজহাত থাকলেও নুসরত ও নিখিলের বিয়ের দায়িত্ব বেশিরভাগ সামলে ছিলেন মিমি চক্রবর্তী। টলিউডে দুই নায়িকার এই সম্পর্ক যেন ছিল বিরল। কিন্তু ধীরে ধীরে তাঁদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। এমনকী শোনা যায়, এক সময় তাঁদের মধ্যে পুরোপুরি কথাও বন্ধ হয়ে যায়। এখন দূরত্ব খানিকটা কমলেও আগের মতো সম্পর্ক নেই নুসরত ও মিমির। ঠিক একই ঘটনা দেখা গেল নন্দিনী ও তিতিক্ষার ক্ষেত্রেও। ধারাবাহিক চলাকালীন এক মেকআপ রুম ভাগ করে নেওয়ার পাশাপাশি জীবনের সব গোপন কথা একে অপরের সঙ্গে ভাগ করে নিতেন তাঁরা। তবে ঠিক কী কারণে তাঁদের মধ্যে দূরত্ব বেড়েছে, তা এখনও জানা যায়নি।