নিজস্ব সংবাদদাতাঃ জীবনের অন্যতম কঠিন সময়ে কিরণ মজুমদারের পাশে দাঁড়িয়ে ছিলেন দেবচন্দ্রিমা সিংহ রায়। মাত্র কয়েক দিনের মধ্যেই একে অপরের ভাল বন্ধু হয়ে উঠেছিলেন তাঁরা, তবে এখন কি সবটাই অতীত? বদলে গেল কিরণ-দেবচন্দ্রিমার সম্পর্কের সমীকরণ? 

শোনা যায়, সায়ন্ত মোদকের সঙ্গে সম্পর্কে বিচ্ছেদের পর ভেঙে পড়েছিলেন কিরণ। সায়ন্তর ওপর একাধিক অভিযোগ আনেন তিনি। দুঃসময়ে কিরণের পাশে দাঁড়ান দেবচন্দ্রিমা। সায়ন্তর থেকে কিরণের প্রাপ্য টাকা ও ক্যামেরা সবকিছু ফেরত আনার চেষ্টা করেন তিনি। সেই সময় তাঁরা একসঙ্গে একাধিক ভিডিও করেন। সমাজ মাধ্যমে পোস্টও করেন সেই ছবি। 

কিরণ জানিয়েছিলেন, দেবচন্দ্রিমার কাছে তিনি চিরকৃতজ্ঞ থাকবেন। তবে মাত্র কয়েক মাসের মধ্যেই দুই বন্ধুর সম্পর্কে বদল এসেছে! শোনা যাচ্ছে, সায়ন্তর জন্যই নাকি বন্ধুত্বে ছেদ পড়েছে। সম্প্রতি সমাজ মাধ্যমে কিরণকে আনফলো করেছেন দেবচন্দ্রিমা। এমনকী নিজের ইউটিউব চ্যানেল থেকে দু'জনের ভিডিও ও সমাজ মাধ্যমে তাঁদের সব ছবি মুছে দিয়েছেন অভিনেত্রী। 

শোনা যাচ্ছে, এত কিছুর পরও নাকি সায়ন্তর সঙ্গে যোগাযোগ রেখেছেন কিরণ। তবে আসল কারণ কী, তা নিয়ে মুখ খোলেননি কেউই। মাঝে অবশ্য সমাজ মাধ্যম থেকে কিছুদিনের জন্য বিরতি নিয়েছিলেন দেবচন্দ্রিমা, এটাই তার অন্যতম কারণ কিনা তা অবশ্য স্পষ্টভাবে জানা যায়নি।

প্রসঙ্গত, কয়েক মাস আগেই একের পর এক প্রেম এবং বিচ্ছেদের পর সায়ন্ত মোদকের তিন প্রাক্তন প্রেমিকা গুরুতর অভিযোগ তুলেছেন অভিনেতার বিরুদ্ধে। শারীরিক নির্যাতন, টাকা আদায়, মানসিক অত্যাচার, অকথ্য ভাষায় কথা বলা - সায়ন্তর ‘আসল রূপ’ নিয়ে মুখ খুলেছেন দেবচন্দ্রিমা সিংহ রায়, প্রিয়াংকা মিত্র এবং কিরণ মজুমদার। তিন প্রাক্তন প্রেমিকার এহেন অভিযোগ সামনে আসার পর বড় ক্ষতির মুখে সায়ন্ত মোদক।