আজকাল ওয়েবডেস্ক: ওয়াকফ (সংশোধন) আইন ২০২৫-এর সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা একাধিক মামলার শুনানি বুধবার সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত হয়। প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার নেতৃত্বাধীন বেঞ্চ কেন্দ্রীয় সরকারকে সাত দিনের মধ্যে জবাব দাখিলের নির্দেশ দিয়েছে।
আবেদনকারীদের পক্ষে প্রবীণ আইনজীবী কপিল সিব্বল যুক্তি দেন যে সংশোধনীটি ভারতের সংবিধানের ২৬ অনুচ্ছেদের পরিপন্থী। শুনানিতে শীর্ষ আদালত এমন কিছু ধারা স্থগিত রাখার প্রস্তাব দেয়, যার মধ্যে রয়েছে আদালতের মাধ্যমে ওয়াকফ ঘোষিত সম্পত্তি ডি-নোটিফাই করার ক্ষমতা এবং কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিল ও বোর্ডে অমুসলিম সদস্য অন্তর্ভুক্তির বিষয়টি।
মোট ১০টি আবেদন দায়ের হলেও আপাতত ৫টি মামলা শুনানির জন্য গ্রহণ করেছে আদালত। পরবর্তী শুনানির জন্য ৫ মে ধার্য হয়েছে। ততদিন পর্যন্ত নতুন সদস্য নিয়োগ ও সম্পত্তি ডি-নোটিফিকেশন স্থগিত থাকবে বলে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছেন এবং আদালত তা নথিভুক্ত করেছে।
পরবর্তী শুনানি আজ বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।
