কথা-এভির সংসার পরিপূর্ণ করে এবার আদি আনন্দীর জীবন আনন্দে ভরিয়ে দিতে আসছে ছোট্ট সদস্য। জি বাংলার 'আনন্দী' ধারাবাহিকে কিছুদিনের মধ্যেই দেখা যেতে চলেছে খুদে অভিনেত্রী শ্রীনিকা ঘোষালকে। যাকে দর্শক অত্যন্ত ভালবাসা দিয়েছেন স্টার জলসার 'কথা' ধারাবাহিকে 'মিছরি' হিসেবে। কথা ও এভি দত্তক নিয়েছিল মিছরিকে। যদিও নিজেদের সন্তানের মতো করেই তারা ভালবেসেছিল তাকে।
কয়েক দিনের মধ্যেই 'কথা' পরিবারের অন্যতম প্রিয় সদস্য হয়ে উঠেছিল 'মিছরি' ওরফে শ্রীনিকা। এবার জি বাংলার 'আনন্দী' ধারাবাহিকে দর্শক দেখতে পাবেন তাকে। ইতিমধ্যেই প্রোমোতে দেখা গিয়েছে আনন্দী মা হতে চলেছে। তবে সন্তান জন্ম নেওয়ার পর সন্তানকে নিয়ে মা-বাবার দৃশ্য দেখা যাবে আরও বেশ কিছুদিন পর।
শোনা যাচ্ছে, ইতিমধ্যেই লুক সেট হয়ে গিয়েছে শ্রীনিকার। শুধু তাই নয়, ঋত্বিক এবং অন্বেষার সঙ্গেও বেশ বন্ধুত্ব হয়ে গিয়েছে এই ক্ষুদে শিল্পীর। 'ডান্স বাংলা ডান্স' এর মাধ্যমে দর্শক প্রথম দেখতে পান শ্রীনিকাকে। সেখান থেকেই জনপ্রিয় হয়ে যায় সে, তবে সমাজমাধ্যমেও শ্রীনিকা অত্যন্ত জনপ্রিয়। এই বয়সেই তার ভিডিওতে দেখা যায় প্রচুর লাইক এবং ভিউস। মঞ্চে সঞ্চালনার পর অভিনয়তে আসা শ্রীনিকার।
আরও পড়ুন: ধারাবাহিকের বরকে বাস্তবে মন দিয়ে ফেলেছেন ছোটপর্দার এই নায়িকা! শুটিংয়ের আড়ালে কী করছেন জুটিতে?
ইতিমধ্যেই প্রথম ধারাবাহিকে জনপ্রিয়তা পাওয়ার পর দ্বিতীয় ধারাবাহিকও দেখা যেতে চলেছে সকলের প্রিয় মিছরিকে। আনন্দীতে গল্পের লিপ আসতে চলেছে, সম্ভবত বেশ কয়েক বছর এগিয়ে যাবে গল্প। যেখানে আদি এবং আনন্দী দু'জনেই ফুটফুটে সন্তানের মা-বাবা। এই ধারাবাহিকের মাধ্যমে দর্শক পেয়েছেন সকলের প্রিয় জুটি ঋত্বিক-অন্বেষাকে।
জি বাংলার 'এই পথ যদি না শেষ হয়' ধারাবাহিকে প্রথমবার এই জুটিকে দেখেছিলেন দর্শক। তবে সেই ধারাবাহিকে শেষের দিকে অন্তঃসত্ত্বা অবস্থায় দেখা গেলেও মা হতে দেখা যায়নি অন্বেষাকে। এইবার যেন সেই বৃত্ত সম্পূর্ণ হতে চলেছে। সন্তান নিয়ে সংসার করবেন দর্শকের প্রিয় জুটি। তবে গল্পে আর কী কী বদল আসছে চলেছে তা এখনও জানা যায়নি।
গল্পে চিকিৎসার সূত্রেই একে অপরের সঙ্গে আলাপ হয় আদি এবং আনন্দীর। ঘটনা সূত্রে তাদের বিয়ে হয় এবং আনন্দী নিজস্ব স্বপ্ন পূরণ করে চিকিৎসক হয়। গল্পে নানা মোড় ইতিমধ্যেই দেখে নিয়েছেন দর্শক, তবে নিঃসন্দেহে বলা যায় এবার আদি এবং আনন্দীর জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। তাতে কতটা বদলে যাবে এই দু'জন মানুষের জীবন, সেটা জানার জন্য অবশ্যই জি বাংলায় দেখতে হবে এই ধারাবাহিক।
এর আগে একাধিকবার এই ধারাবাহিক শেষ হওয়ার কথা শোনা গেলেও নতুন গল্প দিয়ে নতুনভাবে এগিয়েছে এই ধারাবাহিক। তবে টিআরপি তালিকায় তেমনভাবে জায়গা করে নিতে না পারলেও দর্শক সব সময় পছন্দ করেছেন এই ধারাবাহিককে এবং জুটিকে। এরপর মা-বাবা আদি-আনন্দীকে দর্শক আরও কতটা ভালবাসা দেন, সেটাই দেখার। এদিকে, শ্রীনিকা এই সেটে যাওয়া মানেই সেট আবার জমজমাট হয়ে ওঠা।
