অল্পদিনেই দর্শকের মন‌ জয় করেছে স্টার জলসার ধারাবাহিক 'রাঙামতি তীরন্দাজ'।‌ প্রতি সপ্তাহে টিআরপিতে নিজের জায়গা পাকা করে নিয়েছে এই মেগা। 

 

 

 

 

গল্পে ঘটনাচক্রে একলব্যর সঙ্গে বিয়ে হয়ে যায় রাঙামতির। প্রথমে একলব্যর সঙ্গে বনিবনা না থাকলেও রাঙ্গাকে কখনও স্ত্রীর মর্যাদা থেকে বঞ্চিত করেনি একলব্য। এদিকে, নামী তিরন্দাজ হওয়ার স্বপ্ন দেখে রাঙ্গা। তাই বিয়ের পরেও সে নিজের লক্ষ্যের দিকে স্থির থাকে। কিন্তু পরিবারের অনেকেই তার ভাল চায় না। তাই নানাভাবে রাঙাকে বিপদের মুখে ফেলতে চায় তারা। 

 

 

 

 

তবে এতদিন রাঙার পাশে থেকেছে একলব্য। যতই ঝড় আসুক তাদের জীবনে, সে কিছুতেই রাঙার হাত ছেড়ে যায়নি। তবে এবার তাদের জীবনের মোড় ঘুরে গেল একটি ঘটনায়। একলব্য অবিশ্বাস করল রাঙাকে। যে বিশ্বাসের জোরে এতদিন টিকে ছিল তাদের সম্পর্ক, সেই বিশ্বাসই ভাঙল এবার। চ্যাম্পিয়নশিপ জিতে বাইরে বেরোতেই রাঙাকে ঘিরে ছড়িয়ে পড়ে একের পর এক ভুয়ো খবর। কোচের সঙ্গে প্রেম থেকে শুরু করে নতুন করে সংসার তৈরি করার মতো নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। 

 

 

 

 

সেই গুঞ্জন পৌঁছে যায় একলব্যর কানেও। রাঙাকে অবিশ্বাস করতে শুরু করে সে। একলব্য জানায়, রাঙা তার বিশ্বাস নিয়ে খেলেছ। তাই এমন মানুষের সঙ্গে সে কিছুতেই ঘর করবে না। তাদের এই পরিবারে রাঙার জায়গা আর নেই বলেও জানায় একলব্য। রাঙার শাশুড়ি ছেলেকে বোঝায় যে সে রাঙাকে ভুল বুঝছে। তবে একলব্য রাগের বশে মায়ের কথাও শোনে না। 

 

 

 

 

রাঙা এই অপমান সহ্য করতে পারে না। সে সিদ্ধান্ত নেয় যে, যে বাড়িতে এত অপমান সেই বাড়িতে থাকবে না সে। নিজের পরিচয়ে বাঁচার সিদ্ধান্ত নেয় রাঙামতি। ঠিক করে একাই লড়বে। বাড়ি ছেড়ে বেরিয়ে যায় সে। কিন্তু শেষবারের মতোও তাকে আটকাতে আসে না একলব্য। তাহলে কি সত্যিই আলাদা হয়ে গেল রাঙামতি ও একলব্যর পথ? অবিশ্বাসের বশেই কি রাঙাকে সারাজীবনের জন্য হারিয়ে ফেলল একলব্য? 

 

 

আরও পড়ুন: নাটক বা যাত্রা করায় ধারাবাহিক থেকে বাদ পড়ছেন একের পর এক তারকা! ইন্ডাস্ট্রির পরিস্থিতি নিয়ে কটাক্ষ রূপাঞ্জনার, কী বললেন অভিনেত্রী? 

 

 

 

সম্প্রতি মুক্তি পাওয়া ধারাবাহিকের নতুন প্রোমো আসার দেখে এমনটাই সন্দেহ করছেন দর্শক। বরাবরই রাঙামতি ও একলব্যকে ভালবাসা দিয়েছেন অনুরাগীরা। সেই। ভালবাসার ছাপ সমাজমাধ্যম ছাপিয়ে টিআরপি তালিকাতেও দেখা গিয়েছে। এবার গল্পের নতুন মোড়ে ঠিক কী অপেক্ষা করছে দর্শকের জন্য, এখন সেটাই দেখার।