নিত্যদিনই নানা বিচিত্র সাজে ধরা দেন তিনি। যতই চলতে থাকুক আলোচনা-সমালোচনা-বিতর্ক-ট্রোলিং, কোনও কিছুই তাঁকে দমাতে পারে না। বাহারি সাজে বার বার চমকে দেন উরফি জাভেদ। রীতিমতো তিনি হয়ে উঠেছেন এই প্রজন্মের ‘ফ্যাশন আইকন’।
চর্চায় থাকতে বরাবরই ভালবাসেন উরফি। তাঁর ব্লেড থেকে শুরু করে নিজের ছবি দিয়ে তৈরি পোশাক নজর কেড়েছে নেটিজেনদের। কখনও গলা থেকে থাকে জিনস, কখনও আবার শরীরে পোশাক বলতে কার্যত কিছুই থাকে না, কয়েক টুকরো আবরণ ছাড়া। কয়েকদিন আগে চোখ-মুখ ফুলে যাওয়ার ছবি শেয়ার করে কটাক্ষের শিকার হন উরফি। আর এবার নাকি তাঁর চুলের বেহাল দশা! উসকোখুসকো চুল নিয়ে নিজের কেশসজ্জা শিল্পীর ওপর বেজায় চটলেন ‘কন্ট্রোভার্সি কুইন’।
সম্প্রতি নেটপাড়ায় ছড়িয়েছে একটি ভিডিও। যেখানে দেখা গিয়েছে, নিজের কেশসজ্জা শিল্পীর সঙ্গে বাদানুবাদে জড়িয়েছেন অভিনেত্রী। তাঁকে বলতে শোনা যায়, “তোমায় একটা কাজ বলেছিলাম তাও ঠিকমতো করতে পারনি। যে খালি কৌটো নিয়ে ঘুরছ সেই শ্যাম্পু আনার কথা ছিল।“ এখানেই শেষ নয়, হেয়ারস্টাইলিস্টকে রেগে তিনি বলেন, “আমার চুলের অবস্থা দেখ! এতটা রুক্ষ হয়ে গেছে যে ভূতের মতো চেহারা লাগছে।“
চুলের বেহাল দশার জন্য শুটে যেতে সমস্যায় পড়েছেন উরফি। আবার তিনি যদি কটাক্ষের শিকার হন, সেই প্রশ্নও মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে তাঁর। কেশসজ্জা শিল্পীর উপর ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, “আগে লোকে পোশাক নিয়ে মজা করত। এখন ঠোঁট নিয়ে করে। আর এবার চুল নিয়ে কথা বলবে।” এমনকী হেয়ারস্টাইলিস্ট দুঃখ প্রকাশ করলেও তাতে পাত্তা দেননি উরফি। রীতিমতো তাঁকে কাজ থেকে বহিষ্কার করা হবে বলে সটান গাড়িতে উঠে যান তিনি। স্পষ্ট বলেন, “তোমার ছুটি লাগবে তো? পুরোপুরি ছুটি দিয়ে দিলাম।”

প্রসঙ্গত, উরফির কেরিয়ারে একটা সময় এমন গিয়েছে, যখন একের পর এক শো থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাঁকে অথবা, তাঁকে নিয়ে শুরু হওয়া শো বন্ধই হয়ে গিয়েছে মাঝপথে। কিন্তু এখন তাঁর ডাক পড়ে বিভিন্ন শোয়ের অতিথি হিসেবে। চর্চায় থাকতে বরাবরই ভালবাসেন উরফি। উরফিকে নিত্য নতুন অবতারে দেখার জন্য অপেক্ষায় থাকেন অনুরাগীরাও।
কয়েকদিন আগে উরফির মুখের ফোলাভাব দেখে কটাক্ষের ঝড় ধেয়ে এসেছে তাঁর দিকে। একের পর এক কুমন্তব্যে জর্জরিত হন তিনি। অ্যালার্জিতে তাঁর এই অবস্থা হয়েছে জানিয়েছিলেন অভিনেত্রী। তবে কেউ কেউ আবার তাঁর যন্ত্রণা বুঝতে পেরে তাঁর ধৈর্য শক্তির প্রশংসা করেছেন। কেউ আবার তাঁকে কসমেটিকস সার্জারিতে নিজেকে বদলাতে বারণ করেছেন। সেসবের মাঝে এবার উরফির নয়া ভিডিও ঘিরে শুরু হয়েছে জোর চর্চা।
