আজকাল ওয়েবডেস্ক: বিশ্ব ক্রিকেটে আলোড়ন ফেলে দিয়েছেন বৈভব সূর্যবংশী। ইতিমধ্যেই তাঁর সঙ্গে তুলনা টানা হচ্ছে শচীন তেন্ডুলকরের। রাজস্থান রয়্যালসের ডায়রেক্টর অফ হাই পারফরম্যান্স জুবিন ভারুচার দাবি, অবিলম্বেই ভারতীয় সিনিয়র দলে নেওয়া উচিত বৈভবকে। এই বিষয়ে শচীনের প্রসঙ্গ টানলেন তিনি। বছরের শুরুতে আইপিএলে অভিষেকের পর থেকে পরিচিত নাম ১৪ বছরের বিস্ময় বালক। টুর্নামেন্টের ইতিহাসে দ্রুততম শতরানের মালিক বৈভব। মাত্র ৩৫ বলে এই কীর্তি গড়েন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে বৈভবকে এখনই সিনিয়র দলে নেওয়ার আর্জি জানান রাজস্থান রয়্যালসের কর্তা। 

ভারুচা বলেন, 'অবিলম্বে বৈভব সূর্যবংশীকে সিনিয়র জাতীয় দলে নেওয়া উচিত। যেমন বহু বছর আগে শচীন তেন্ডুলকরের ক্ষেত্রে হয়েছিল। ওদের এখনই ওকে ভারতীয় দলে নেওয়া উচিত। কারণ ও অন্য পর্যায়ে। অন্তত ভারতীয় এ দলের সফরে পাঠানো উচিত। এটা এখনই করা উচিত। ভারতীয় এ দলের বিরুদ্ধে যে অস্ট্রেলিয়া দল খেলছে, তাঁদের বিরুদ্ধে ও দ্বিশতরান করবে।' রাজস্থান রয়্যালসের প্র্যাকটিসে জোফ্রা আর্চারকে যেভাবে পিটিয়েছিলেন বৈভব, সেই প্রসঙ্গও তুলে ধরেন। ভারুচা বলেন, 'নেটে জোফ্রা আর্চারকে উড়িয়ে দিয়েছে। জোফ্রা নেটে দৈত্যের মতো। ব্যাটার সামনে থাকলে ও কখনও ওয়ার্মআপ বল করে না। ও চার্জ নিয়ে নেয়। অ্যাশেজের আগে প্র্যাকটিস সেশনে স্টিভ স্মিথের মাথায় বল লাগে। স্মিথ ওর বিরুদ্ধে নড়বড়ে ছিল। সেদিন থেকে আর্চার বল করাকালীন ও কখনও নেটে যায়নি। ও বৈভককে বল করার সময় আমি ভয় পাচ্ছিলাম। কিন্তু এই ছেলেটা ব্যাকফুটে ছয় মেরে দেয়। কোচিং স্টাফ সহ জোফ্রা নিজেই অবাক হয়ে যায়।' 

সম্প্রতি আরও দুটো রেকর্ড নিজের দখলে করেন সূর্যবংশী। অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে প্রথম ইউথ টেস্টে শতরান করেন ১৪ বছরের বিস্ময় বালক। ৭৮ বলে ১০০ রান সম্পূর্ণ করেন। শেষপর্যন্ত ৮৬ বলে ১১৩ রানে আউট হন। ইনিংসে ছিল ৮টি ছয় এবং ৯টি চার। বেদান্ত ত্রিবেদীর সঙ্গে ১৫২ রানের জুটি বাঁধেন। ইতিমধ্যেই ক্রিকেটের সব ফরম্যাটে নজর কাড়েন‌ বৈভব। ইউথ একদিনের ক্রিকেটে উন্মুক্ত চাঁদের সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড ভেঙে দেন। ব্রিসবেনের ইয়ান হিলি ওভালে অস্ট্রেলিয়ায় বিরুদ্ধে ভারতের দ্বিতীয় ম্যাচে এই নজির গড়েন। এর আগে উন্মুক্ত চাঁদের ছয়ের সংখ্যা ছিল ৩৮।