নিজস্ব সংবাদদাতা: দুর্গাপুজো মানেই একাধিক মণ্ডপে আজও তাঁর গান বেজে উঠবেই। তিনি জনপ্রিয় সঙ্গীতশিল্পী মিতা চ্যাটার্জী। কিন্তু আজকাল পুজোয় আর কোনও অনুষ্ঠান করেন না তিনি। কেন? নেপথ্যের কারণ জানালেন গায়িকা নিজেই।
'পালকিতে বউ চলে যায়' বা 'গোল প্রিন্টের শাড়ি পরে'- এই গানগুলি ছাড়া আজও যেন দুর্গাপুজোর আবহ অসম্পূর্ণ। সেই মিতা চ্যাটার্জী এখন কীভাবে সময় কাটান দুর্গাপুজোয়? ফরিদপুরে প্রথম দূর্গাপুজো শুরু হলেও এরপর সেখান থেকে মাটি এনে কলকাতায় ৭৪ বছর ধরে পুজো হচ্ছে মিতা চ্যাটার্জীর শ্বশুর বাড়িতে। একান্নবর্তী পরিবারে সকলে মিলে পুজোর আনন্দে মেতে ওঠেন এই কয়েকটা দিন। এই বাড়ির পুজোর বিশেষত্ব সধবা পুজো এবং কুমারী পুজো। বিয়ের আগে দুর্গাপুজোতে নানা মণ্ডপে ঘুরতে গেলেও এখন আর তা করেন না তিনি। প্রথমদিকে এই বিষয়ে একটু মন খারাপ হলেও এখন তাঁর এই বাড়ির পুজোই 'সবকিছু', জানালেন বর্ষীয়ান গায়িকা। তবে এখন আর পুজোয় কোনও অনুষ্ঠান করেন না এই শিল্পী। মিতা চ্যাটার্জী জানালেন, 'আগে পঞ্চমী, ষষ্ঠীতে অনুষ্ঠান করলেও এখন প্রস্তাব পেলেও আর করি না। বাড়িতে থাকি। সবাই মিলে নিয়ম মেনে এই পুজো করার চেষ্টা করি। টাকা দিয়ে তো আর সব হয় না, আমার ছোট ননদ নিয়ম মেনে সবকিছু করেন সঙ্গে আমি এবং বাকিরাও থাকি।"
যদিও চলতি বছরে পুজো শুরুর মুখেই একটি অনুষ্ঠান করে এসেছেন তিনি। তবে আর নয়, বাকি পুজো বাড়িতেই পরিবারের সদস্যদের সঙ্গে বাড়ির পুজো নিয়ে ব্যস্ত থাকবেন মিতা চ্যাটার্জী।
