আজকাল ওয়েবডেস্ক: আইপিএল ফাইনালে পাঞ্জাব কিংসকে হারিয়ে ১৮ বছরের খরা কাটায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএলের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি হওয়া সত্ত্বেও কোটিপতি লিগ জেতার জন্য দীর্ঘ ১৮ বছর অপেক্ষা করতে হয় আরসিবিকে। মাঝের বছরগুলোতে কটাক্ষের মুখে পড়তে হয়। অবশেষে সাফল্যের স্বাদ পায় বেঙ্গালুরু। আরসিবির সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা ছেয়ে যাচ্ছে। বাদ যাননি ফ্র্যাঞ্চাইজির প্রাক্তন মালিক বিজয় মালিয়াও। আরসিবির স্রষ্ঠা তিনি। ২০০৮ সালে আইপিএলের অভিষেক বছর বেঙ্গালুরুর মালিক ছিলেন তিনি। বিরাট কোহলিকে তিনিই দলে নেন। পরের বছরগুলোতে এবি ডি'ভিলিয়ার্স এবং ক্রিস গেইলকেও নেন তিনি। বেঙ্গালুরুর এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকেন এই দুই তারকা।
চ্যাম্পিয়ন হওয়ার জন্য আরসিবিকে অভিনন্দন জানান বিজয় মালিয়া। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, 'শেষমেষ ১৮ বছর পর আরসিবি আইপিএল চ্যাম্পিয়ন। গোটা টুর্নামেন্ট দারুণ খেলেছে। ভারসাম্য ছিল দলে। সাহসী ক্রিকেট খেলেছে। কোচিং এবং সাপোর্ট স্টাফ ভাল। অসংখ্য অভিনন্দন। এ সালা কাপ নামদে।' এরপর আরও একটি পোস্ট করেন মালিয়া। জানান, আরসিবি দল তৈরি করার সময় তাঁর স্বপ্ন ছিল চ্যাম্পিয়ন হওয়ার। তরুণ কোহলিকে তিনিই বেছে নিয়েছিলেন। সেই থেকে আঠারো বছর ফ্র্যাঞ্চাইজির সঙ্গেই রয়ে গিয়েছেন। বিজয় মালিয়া বলেন, 'আরসিবি দল তৈরির সময় আমার স্বপ্ন ছিল ট্রফি বেঙ্গালুরুতে আসবে। কিংবদন্তি কিং কোহলিকে তরুণ অবস্থায় বেছে নেওয়ার সুযোগ হয়েছিল আমার। ১৮ বছর এখানেই থেকে গিয়েছে। আমার ক্রিস গেইল, দ্য ইউনিভার্স বস এবং মিস্টার ৩৬০ ডিগ্রি এবি ডি'ভিলিয়ার্সকেও নেওয়ারও সুযোগ হয়েছিল। যারা দলের ইতিহাসের অঙ্গ। শেষপর্যন্ত আইপিএল ট্রফি বেঙ্গালুরুতে পৌঁছল। আমার স্বপ্ন সত্যি করার জন্য সবাইকে ধন্যবাদ। আরসিবির ফ্যানরা সেরা। ওদের ট্রফি প্রাপ্য। এ সালা কাপ বেঙ্গালুরু বারুথে।' আরসিবির জয়ে একমাত্র বাকি থাকল দিল্লি ক্যাপিটালস এবং পাঞ্জাব কিংস। ২০০৮ থেকে আইপিএল খেললেও এখনও চ্যাম্পিয়ন হতে পারেনি এই দুটো দল।
