সম্পূর্ণা চক্রবর্তী: কোহলি কোহলি..বুধ বিকেলের ওয়াংখেড়েতে শুধু একটাই ধ্বনি। শচীনের উপস্থিতিতে ৪৯তম শতরান হয়নি। কিন্তু মাস্টার ব্লাস্টারকে সাক্ষী রেখেই তাঁকে ছাপিয়ে গেলেন বিরাট কোহলি। একদিনের ক্রিকেটে সেঞ্চুরির হাফ সেঞ্চুরি। শিখরে বিরাট। মাইলস্টোনে পৌঁছনো মাত্র হাঁটু মুড়ে বসে পড়েন। তারপর হেলমেট খুলে গ্যালারির দিকে দু"হাত তুলে অভিবাদন গ্রহণ। শেষে বাও ডাউন। গ্যালারি থেকে কোহলির উদ্দেশে ফ্লায়িং কিস ছুড়ে দেন অনুষ্কা শর্মা। শচীনের ভিটেতেই ক্রিকেট ঈশ্বরকে ছাপিয়ে গেলেন কোহলি। ১০৬ বলে শতরানে পৌঁছে যান আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার। ইনিংসে রয়েছে ১টি ছয়, ৮টি চার। উঠে দাঁড়িয়ে হাততালি দিতে দেখা যায় শচীনকে।
বিরাটের একশো তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করল ওয়াংখেড়ের তারকাখচিত গ্যালারি। কে নেই! অনুষ্কা শর্মা তো বটেই, ছিলেন রণবীর কাপুর, টাইগার শ্রফ, আথিয়া শেঠি, আহান শেঠিরা। গোটা ওয়াংখেড়েতে গর্জে ওঠে বিরাটের নামে জয়ধ্বনি। ঐতিহাসিক মুহূর্তে উঠে দাঁড়িয়ে কোহলিকে অভিবাদন জানায়। তবে শুরুটা যথেষ্ট নড়বড়ে ছিল। তাঁর বিরুদ্ধে অ্যাপিল হতেই টিভির স্ক্রিনে অনুষ্কার উদ্বিগ্ন মুখ ভেসে ওঠে। আম্পায়ারের সিদ্ধান্ত তাঁর পক্ষে যেতেই স্বস্তির নিশ্বাস ফেলেন বিরাট পত্নী। চারটি চারের সাহায্যে ৫৯ বলে অর্ধশতরান সম্পূর্ণ করেন। নিজের সিট ছেড়ে উঠে হাততালি দিতে দেখা যায় অনুষ্কাকে। নয়ের ঘরে প্রবেশ করার পর কিছুটা মন্থর ব্যাটিং। আবার নড়বড়ে দেখায়। ৯০ থেকে ১০০ তে পৌঁছতে বেশ কয়েকটা বল খরচ করেন। ৯৩ তে স্যান্টনারের বলে আউট হতে হতে বেঁচে যান। কিন্তু "নার্ভাস নাইন্টি" কাটিয়ে অবশেষে একদিনের ক্রিকেটের এভারেস্টে বিরাট কোহলি।
