আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে জোড়া রেকর্ড। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফিল্ডিং করার সময় নতুন মাইলস্টোন ছুঁলেন বিরাট কোহলি। ২৭তম ওভারে জস ইংলিসের ক্যাচ নেওয়া মাত্র ইতিহাসের পাতায় নাম তুলে ফেলেন তারকা ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেটে ফিল্ডার হিসেবে ভারতের হয়ে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ড গড়লেন কোহলি। রবীন্দ্র জাদেজার বলে কভারে বিরাটের হাতে ধরা পড়েন অস্ট্রেলিয়ার উইকেটকিপার ব্যাটার। এই ক্যাচ নেওয়া মাত্র রাহুল দ্রাবিড়কে ছাপিয়ে যায় কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাটে ভারতীয় ফিল্ডার হিসেবে কিংবদন্তির ক্যাচ সংখ্যা ছিল ৩৩৪। এবার তাঁকে পেছনে ফেললেন কিং কোহলি। নিজের ৫৪৯তম ম্যাচে এই নজির গড়লেন বিরাট।
একদিনের ক্রিকেটে রিকি পন্টিংয়ের সর্বোচ্চ ক্যাচের রেকর্ডও ছাপিয়ে যান কোহলি। ৩০১ ম্যাচে ১৬১ ক্যাচ তারকা ক্রিকেটারের। একদিনের ক্রিকেটে সর্বোচ্চ ক্যাচের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট। ২১৮ ক্যাচ নিয়ে একনম্বরে শ্রীলঙ্কার মাহেলা জয়বর্ধনে। ১৬০ ক্যাচ নিয়ে তৃতীয় স্থানে পন্টিং। চতুর্থ স্থানে রয়েছেন মহম্মদ আজহারউদ্দিন (১৫৬)। ইংলিসের ক্যাচ নিয়ে পন্টিংকে ছুঁয়ে ফেলেন কোহলি। তারপর ৪৯তম ওভারে নাথান ইলিসকে তালুবন্দি করার সঙ্গে সঙ্গে অজি বিশ্বকাপারকে ছাপিয়ে যান। শুধুমাত্র ব্যাট হাতেই নয়, ফিল্ডিংয়ের একের পর এক নজির গড়ছেন তারকা ক্রিকেটার।
