বলিউডের যুদ্ধমঞ্চে আবার নামছেন মেজর কবীর! হৃতিক রোশন ফিরছেন বড়পর্দায় তাঁর আইকনিক চরিত্রে। কিন্তু এবার শুধু পর্দার যুদ্ধ নয়—এর নেপথ্যে চলছে বিশাল আর্থিক লড়াইও। অয়ন মুখার্জির পরিচালনায় তৈরি হতে চলেছে 'ওয়ার ২', আর যশরাজ ফিল্মসের এই ব্লকবাস্টারে বাজেট গিয়েছে আকাশছোঁয়া—প্রায় ৪০০ কোটি টাকা। বলিউডে এটিই হতে চলেছে অন্যতম ব্যয়বহুল ছবি।
‘ওয়ার ২’ থেকে হৃতিকের পারিশ্রমিক শুনলে চোখ কপালে উঠতে পারে! খবর, হৃতিক রোশনকে হাতেগরম পারিশ্রমিক হিসেবে নাকি দেওয়া হয়েছে ৫০ কোটি টাকা, যার সঙ্গে রয়েছে প্রফিট শেয়ারের বিশেষ চুক্তি। অর্থাৎ, সিনেমা মুক্তির পর যদি ছবিটি ভাল ব্যবসা করে, তাহলে তার মুনাফার একটা বড় অংশ হৃতিকের অ্যাকাউন্টেও ঢুকবে। যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়া-র সঙ্গে তাঁর এই গোপন চুক্তি ইতিমধ্যেই বলিউডে চর্চার কেন্দ্রে। এমন ব্যাকএন্ড প্রফিট শেয়ারে এখনও পর্যন্ত শাহরুখ খান, সলমন খান, আমির খান-এর নাম থাকলেও, এবার সেই তালিকায় ঢুকে পড়লেন হৃতিক রোশন।
পাশাপাশি জুনিয়র এনটিআরের চমকপ্রদ পারিশ্রমিকও চোখ টেনেছে। এই ছবির সবচেয়ে বড় চমক সম্ভবত দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর। বলিউডে তাঁর এই গ্র্যান্ড ডেবিউর জন্য যশরাজ ফিল্মস তাঁকে দিয়েছেন ৭০ কোটি টাকা—যা একটি ডেবিউ ছবির জন্য এ যাবৎকালের সর্বোচ্চ পারিশ্রমিক! সূত্রের খবর, তাঁর চরিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অ্যাকশন-প্যাকড, এবং তাঁকে ঘিরে নির্মাতাদের রয়েছে আন্তর্জাতিক দর্শকদেরও আকর্ষণের পরিকল্পনা।
কিয়ারা, অনিলও রয়েছেন খেলায়। কিয়ারা আদবানি এই সিনেমায় থাকছেন ‘কাব্য লুথরা’ চরিত্রে। পারিশ্রমিক? ১৫ কোটি টাকা! অন্যদিকে অনিল কাপুর, যাঁর চরিত্রটি এখনও গোপন রাখা হয়েছে, তিনি পাচ্ছেন ১০ কোটি টাকা।উল্লেখ্য, ট্রেলারেই বাজিমাত করেছে ‘ওয়ার ২’। মাত্র কয়েক দিন আগেই মুক্তি পেয়েছে ‘ওয়ার ২’-এর ট্রেলার। হৃতিকের অগ্নিমূর্তি, এনটিআরের গ্র্যান্ড এন্ট্রি, কেয়ারার স্টাইল আর টানটান থ্রিলারে আগুন লাগিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়া। দর্শকরা এখন থেকেই দিন গুনছেন মুক্তির।
এই যুদ্ধ শুধু শত্রুর বিরুদ্ধে নয়, কোটি কোটি টাকার সাফল্যের বিরুদ্ধে সময়ের চ্যালেঞ্জ। পর্দার সামনে এক যুদ্ধ, আর পেছনে আরও বড় খেলা। ‘ওয়ার ২’ কি পারবে তার আগের ইতিহাসকে ছাপিয়ে যেতে? একটাই কথা—এই সিনেমার চারপাশে ‘টাকা’ আর ‘তারকা’ দুই-ই গরমে ফুটছে!
অন্যদিকে, যশ রাজ ফিল্মস সংস্থা ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, হৃতিক-জুনিয়র এনটিআর-এর দুরন্ত সংঘর্ষটাই হল 'ওয়ার ২'-এর ইউএসপি। তাই ছবি মুক্তির আগে কোনওভাবেই দর্শক যেন হৃতিক ও জুনিয়র এনটিআরকে একসঙ্গে না দেখেন—এই পরিকল্পনা মাথায় রেখেই এগোচ্ছে ছবির প্রচার । নিজেদের ছবি নিয়ে বরাবরই যশ রাজ ফিল্মস-এর প্রচার কৌশল একটু অন্যরকম। তাদের স্পাই ইউনিভার্স আগেও এমন একাধিক চমকপ্রদ পদক্ষেপ করেছে, যেমন—‘পাঠান’ মুক্তির আগে কোনও সংবাদমাধ্যমে একটিও সাক্ষাৎকার না দেওয়া, তবুও সেই ছবি বক্স অফিসে ইতিহাস গড়ে। সেই সূত্রের আরও দাবি – ‘ওয়ার ২’তে হৃতিক- জুনিয়র এনটিআরের এই সংঘর্ষ রক্তাক্ত, ধ্বংসাত্মক এবং একেবারে অ্যাকশন-প্যাকড হবে। দর্শক প্রথমে পর্দায় এই শত্রুতা দেখুন, তারপর ক্যামেরার পেছনে তাঁদের বন্ধুত্বের রসায়ন উপভোগ করুন—এটাই যশ রাজ ফিল্মস-এর মূল উদ্দেশ্য।
