আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গালুরুতে সম্প্রতি এক মহিলা এক র‍্যাপিডো অটো চালককে চুরি করার সময় হাতেনাতে ধরেছেন৷  অটো চালক তাঁর হ্যান্ডব্যাগ চুরি করার চেষ্টা করে বলে অভিযোগ মহিলার৷ এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই চাঞ্চল্য। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মহিলার নাম জাহ্নবী ক্ষত্রিয়৷ মডেল এবং ডিজাইনার হিসেবে কাজ করেন। ১১ জুন সন্ধ্যায় মারাঠাহল্লি থেকে জেপি নগর যাচ্ছিলেন ওই মহিলা। এমন সময়ে মাঝপথে অটো দাঁড় করিয়ে তিনি কিছু প্রয়োজনীয় সামগ্রী কিনছিলেন৷ ফিরে দেখেন ওই চালক তাঁর ব্যাগ হাতড়াচ্ছে। যাত্রার শুরু থেকেই ওই অটোচালক বারবার আয়না থেকে তাঁকে লক্ষ্য করছিল বলে অভিযোগ। বিপদের আশঙ্কায় শুরুতেই জাহ্নবী তাঁর এক বন্ধুকে এই ঘটনার কথা জানান৷ 

জাহ্নবী গোটা ঘটনার বিবৃতি দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে৷ ঘটনা ভাইরাল হতেই নেটিজেনদের মন্তব্যের বন্যা।
তিনি অটোর রেজিস্ট্রেশন নম্বর লিখে রাখেন। তাৎক্ষণিকভাবে র‍্যাপিডোর কাছে অভিযোগ দায়ের করেন। কেবল চুরি নয়, প্রশ্ন ওঠে নিরাপত্তা, বিশ্বাস এবং পারস্পরিক সম্মান নিয়ে৷ 

যাত্রী নিরাপত্তার প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে, র‍্যাপিডো কঠোর ব্যবস্থাপনার কথা বলেছে। তারা জনসাধারণকে আশ্বস্ত করেছে যে বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হবে। এই প্রক্রিয়া সম্পন্ন হওয়া পর্যন্ত সময় চেয়েছে তারা৷ ঘটনার প্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।