আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডের মাটিতে আবার জ্বলে উঠলেন যশস্বী জয়েসওয়াল। আরও একটি শতরান। ১২৭ বলে একশো সম্পূর্ণ করেন। ইনিংসে রয়েছে ১১টি চার এবং ২টি ছয়। টেস্টে ষষ্ঠ শতরান। চলতি সিরিজে দ্বিতীয়। ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ। লাঞ্চের পরপরই মাইলস্টোন ছুঁয়ে ফেলেন। তাঁর ব্যাটে ভর করে ওভালে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াল ভারত। পঞ্চম টেস্টের তৃতীয় দিন সবাইকে অবাক করে তাঁকে যোগ্য সঙ্গত দেন আকাশ দীপ। অর্ধশতরান করেন বাংলার ক্রিকেটার। দ্বিতীয় দিনের শেষে ৫১ রানে অপরাজিত ছিলেন যশস্বী। তৃতীয় দিনের শুরুটা আগ্রাসী মনোভাবে করেন। টেস্ট ক্রিকেটে নিজের ১২তম অর্ধশতরান তুলে নেন। চলতি সফরে তৃতীয়। যা তাঁকে শচীন তেন্ডুলকরকে পেছনে ফেলে দিতে সাহায্য করে। প্রবেশ করলেন এলিট তালিকায়। মাত্র ২৩ বছর বয়েসে ভারতীয়দের মধ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে সবচেয়ে বেশিবার ৫০ বা তার বেশি রান যশস্বীর। ১৯ ইনিংসে মোট ৯ বার ৫০ বা তার বেশি করেন বাঁ হাতি ওপেনার। ১৪ ইনিংসে আটবার এই নজির ছিল শচীনের।
প্রাক্তন কোচ রবি শাস্ত্রী মনে করেন, ওভাল টেস্ট জিততে হলে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে যশস্বীকে। দ্বিতীয় দিনের শেষে ৫১ রানে অপরাজিত ছিলেন ভারতীয় ওপেনার। ২ উইকেট হারিয়ে ভারতের রান ছিল ৭৫। তবে ভাগ্যের সহায়তা পান। ব্যক্তিগত ২০ রানের মাথায় স্লিপে তাঁর ক্যাচ ফস্কান হ্যারি ব্রুক। এরপর ৪০ রানে ডিপ ফাইন লেগে যশস্বীর ক্যাচ মিস করেন লিয়াম ডসন। তার পুরো ফায়দা তোলেন ভারতীয় ওপেনার। রবি শাস্ত্রী বলেন, 'এই টেস্ট যথেষ্ট ব্যালেন্সড। জয়েসওয়ালের উইকেট চাবিকাঠি। ও যতক্ষণ ক্রিজে থাকবে, পোপের মাথাব্যাথা থাকবে। কারণ ম্যাচটা ইংল্যান্ডের কন্ট্রোলে থাকবে না। ও ম্যাচ ছিনিয়ে নেওয়ার ক্ষমতা রাখে। শুধুমাত্র ও আউট হওয়ার পর, ইংল্যান্ড ম্যাচে ফিরতে পারবে। অন্তত ২৫০ রানের টার্গেট সেট করতে হবে। তাহলেই পরীক্ষার মুখে পড়বে ইংল্যান্ড।'
ইংল্যান্ডে একাধিক রেকর্ড হয়ে গেল যশস্বীর। এজবাস্টন টেস্ট দিয়ে শুরু। প্রবেশ করেন রাহুল দ্রাবিড় এবং বীরেন্দ্র শেহবাগের এলিট ক্লাবে। দুই কিংবদন্তির সঙ্গে যুগ্ম দ্রুততম ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে ২০০০ রান পেরিয়ে যান যশস্বী। এজবাস্টনে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন এই নজির গড়েন তরুণ বাঁ হাতি ওপেনার। ৪০তম টেস্ট ইনিংসে এই মাইলস্টোন ছুঁয়ে ফেলেন। ছাপিয়ে যান শচীন তেন্ডুলকর, সুনীল গাভাসকর, বিজয় হাজারেদের। ম্যাচের ভিত্তিতে সবার আগে যশস্বী। ভারতীয় হিসেবে দ্রুততম ২০০০ রানে পৌঁছনোর রেকর্ড তাঁর নামে। মাত্র ২১তম টেস্টে এই নজির গড়েন। ছাপিয়ে যান সুনীল গাভাসকরকে। ২৩ টেস্টে এই রেকর্ড ছিল কিংবদন্তির। আরও একটি রেকর্ডের মালিক যশস্বী। ২৩ বছর ১৮৮ দিনে দ্বিতীয় সর্বকনিষ্ঠ ভারতীয় হিসেবে এই নজির গড়লেন। তার আগে আছেন শচীন। ২০ বছর ৩৩০ দিনে টেস্টে ২০০০ রান করেছিলেন মাস্টার ব্লাস্টার। নিজের ব্যাটের জোরে একের পর এক রেকর্ড ভেঙে চলেছেন বাঁ হাতি তরুণ ওপেনার। তাও আবার প্রথম ইংল্যান্ড সফরে।
