থেমে গিয়েছে চেনা কণ্ঠ। অন্য সুরলোকে যাত্রা জুবিন গর্গের। খ্যাতনামা অসমীয়া গায়কেক আকস্মিক প্রয়াণে সঙ্গীত জগতে নেমে এসেছে শোকের ছায়া। মাত্র ৫২ বছর বয়সে সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি। আগামী দিনে অনুষ্ঠিত হতে চলা চতুর্থ নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে পারফর্ম করার কথা ছিল তাঁর, কিন্তু তার আগেই ঘটে গেল এই মর্মান্তিক ঘটনা।

জুবিনের মৃত্যুতে শোকের মেঘ গোটা আসামের আকাশে। অগুনতি অনুরাগীর চোখে অশ্রুধারা অবিরাম। তার মাঝেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে গায়কের পরিবারের হৃদয়বিদারক দৃশ্য। স্ত্রীর গরিমা সাইকিয়া গর্গ-সহ ঘনিষ্ঠজনদের চোখে অঝোর অশ্রু আর ভেঙে পড়া অবস্থা স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে— কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া এক প্রিয় শিল্পীর চলে যাওয়ায় তৈরি হয়েছে এক গভীর শূন্যতা।

এক্স-এর একটি পেজেও ভাগ করে নেওয়া হয়েছে আবেগঘন দৃশ্য, যেখানে দেখা গেছে প্রয়াত জুবিন গার্গের পোষ্য কুকুরকে। মালিকের আকস্মিক প্রয়াণে যেন সে-ও বিষণ্ন, জলভরা চোখে দুঃখের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে।

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Garrima Saikia Garg (@garima.s.garg)