আজকাল ওয়েবডেস্ক:‌ ভারত ‘‌এ’‌ দলে ডাক পেলেও ইডেনে গুজরাটের বিরুদ্ধে রঞ্জি ম্যাচ খেলবেন অভিমন্যু ঈশ্বরন ও আকাশদীপ। মঙ্গলবার ভারত ‘এ’–র দল ঘোষণা হয়। দক্ষিণ আফ্রিকা ‘এ’ টিমের বিরুদ্ধে দু’টো চার দিনের ম্যাচের জন্য। অভিমন্যু–আকাশরা তাতে সুযোগ পেলেন। কিন্তু সেই কারণে ইডেনে গুজরাট ম্যাচ খেলা তাঁদের আটকাচ্ছে না।


দ্বিতীয় চার দিনের ম্যাচের দলে রয়েছেন আকাশ–অভিমন্যু। আগামী ২৫ অক্টোবর থেকে ইডেনে শুরু হচ্ছে বাংলা–গুজরাট রঞ্জি ম্যাচ। দুই তারকা প্লেয়ারকে বাংলা পাবে না ত্রিপুরার বিরুদ্ধে রনজি ম্যাচে। সেই ম্যাচে বাংলার নেতৃত্ব দেবেন টিমের উইকেটকিপার–ব্যাটার অভিষেক পোড়েল। ভারত ‘এ’–র প্রথম ম্যাচ ৩০ অক্টোবর থেকে ২ নভেম্বর। দ্বিতীয় ম্যাচ ৬ নভেম্বর থেকে ৯ নভেম্বর।


এদিকে, দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারতীয় দলে প্রত্যাবর্তন করতে চলা ঋষভ পন্থের দিল্লির হয়ে রঞ্জি খেলা হচ্ছে না। কারণ তাঁকে দক্ষিণ আফ্রিকা ‘এ’–র বিরুদ্ধে দু’ম্যাচের সিরিজে অধিনায়ক নির্বাচন করা হয়েছে। আগামী ২৫ অক্টোবর থেকে রঞ্জির পরের পর্ব শুরু। আর ভারত ‘এ’ খেলতে নামবে ৩০ অক্টোবর থেকে। গত ইংল্যান্ড সিরিজে ক্রিস ওকসের ডেলিভারি খেলতে গিয়ে পায়ের পাতায় চোট পেয়েছিলেন পন্থ। তাঁর হাড় ভেঙে গিয়েছিল। তার পর থেকে তিনি আর ভারতীয় টিমের হয়ে নামতে পারেননি। এশিয়া কাপেও খেলতে পারেননি ভারতীয় উইকেটকিপার–ব্যাটার।


এতদিন বেঙ্গালুরুর ‘সেন্টার অফ এক্সেলেন্সে’ রিহ্যাব চলছিল পন্থের। এখন তিনি সুস্থ। খবর যা, তাতে ভারত ‘এ’–র হয়ে দু’টো ম্যাচেই খেলবেন পন্থ। খেলবেন টিমের সহঅধিনায়ক সাই সুদর্শনও। আসলে আগামী ১৪ নভেম্বর থেকে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ শুরু। প্রথম টেস্ট ইডেনে। তার আগে পন্থের ফিটনেস কোন জায়গায় দাঁড়িয়ে, তা দেখে নিতে চাইছেন জাতীয় নির্বাচকরা।