আজকাল ওয়েবডেস্ক: ভারতের ওপেনার অভিষেক শর্মা ক্রিকেটবিশ্বকে অবাক করে দিয়েছেন। তাঁর ব্যাট সুইং অনেক বোলারের রাতের ঘুম কেড়ে নিয়েছে। অস্ট্রেলিয়ার মাটিতেও অভিষেকের ব্যাট গর্জে উঠবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ভারতের প্রাক্তন কোচ অভিযেক নায়ার টি-টোয়োন্টি সিরিজ শুরু হওয়ার আগে একপ্রকার চৈতাবনী দিয়ে রাখলেন অস্ট্রেলিয়াকে।
তিনি জানালেন, অভিষেক শর্মা চলতে শুরু করলে জশ হ্যাজলউড 'আউট অফ ফর্ম' হয়ে যাবেন। নায়ার বলেন, ''অভিষেক শর্মা ফর্মে থাকলে হ্যাজলউড আউট অপ ফর্ম হয়ে যাবে। ও যেভাবে ব্যাট করে, তাতে প্রথম বলে চার বা ছক্কা হাঁকাতে পারে। পাওয়ারপ্লে-তে যদি ভয় ধরিয়ে দিতে পারে, তাহলে গোটা ইনিংস ধরে তা অব্যাহত থাকে। এটাই অভিষেক শর্মার ম্যাচের উপরে ইমপ্যাক্ট। ও যদি ৬ ওভার ব্যাট করে তাহলে ভারত ৬০-৮০ রান তুলবে। ওর ব্যাটিং পার্টনারের উপর থেকে চাপ কমিয়ে দেয়। উল্টে প্রতিপক্ষের উপরে চাপ বাড়িয়ে দেয়।''
আরও পড়ুন: মোরিনহোর কথাই গেল ফলে, তুরস্কের ফুটবলে ৩৭১ জন রেফারি জুয়ার সঙ্গে যুক্ত!
এতদিন অভিষেক অন্য বোলারদের বিরুদ্ধে 'রণং দেহি' মেজাজে ধরা দিয়েছেন। এবার স্যর ডনের দেশে হ্যাজলউডের মোকাবিলা করবেন বাঁ হাতি ওপেনার। নায়ার বলছেন, ''এটা অভিষেকের জন্য বড় পরীক্ষা। বিশেষ করে হ্যাজলউডের বিরুদ্ধে। ভা ছন্দে রয়েছে ও। ভাল বাউন্স পাচ্ছে। তবে আইপিএল ও দক্ষিণ আফ্রিকায় খেলে অভিজ্ঞতা অর্জন করেছে অভিষেক।''
নায়ার মনে করেন অজিদের কাছ থেকে শ্রদ্ধা আদায় করে নেওয়ার জন্য অভিষেকের ব্যাটকে কথা বলাতে হবে। ভারতের প্রাক্তন কোচ বলেন, ''ও নির্ভিক মানসিকতার ছেলে। অস্ট্রেলিয়ায় নিজের নাম করতে চায়। অস্ট্রেলিয়ায় প্রতিষ্ঠা পেতে হলে এটা ওর সামনে বড় সুযোগ। আমি যতদূর জানি ও নিজের নাম প্রতিষ্ঠা করতে চাইবে।''
এশিয়া কাপে দুর্দান্ত ফর্মে ছিলেন এই ২৫ বছর বয়সী তারকা। এশিয়া কাপ সহ সাতটি টি-টোয়েন্টি ম্যাচে তিনি করেছেন ৩১৪ রান, গড়ে ৪৪.৮৫, স্ট্রাইক রেট ২০০, এবং তিনটি হাফ-সেঞ্চুরি। তিনি শেষ পর্যন্ত টুর্নামেন্টের সেরা নির্বাচিত হন এবং সর্বাধিক রান সংগ্রাহক হিসেবেও শিরোপা জেতেন।
সেমিফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁর ধীরস্থির কিন্তু প্রভাবশালী ইনিংস ভারতকে ফাইনালে তুলেছিল। এছাড়া গ্রুপ পর্বে পাকিস্তানের বিরুদ্ধে ৭৫ ও বাংলাদেশের বিরুদ্ধে ৭৪ রানের দারুণ ইনিংস খেলেন অভিষেক।
এই ধারাবাহিক পারফরম্যান্সের ফলে অভিষেক উঠে গেছেন আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৯৩১ রেটিং পয়েন্টে, যা ২০২০ সালে ডেভিড মালানের রেকর্ডকেও ছাড়িয়ে গিয়েছে।
