আজকাল ওয়েবডেস্ক: তিন ম্যাচের একদিনের সিরিজে পিছিয়ে পড়েছে ভারত। বৃহস্পতিবার এডিলেডে দ্বিতীয় ওয়ানডে। পারথে বৃষ্টি ভুগিয়েছিল। এডিলেডেও কী বৃষ্টি থাবা বসাবে ম্যাচে?
এডিলেডের আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, বৃহস্পতিবার এডিলেডে বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রায় নেই। মাত্র ১০–২০ শতাংশ বৃষ্টি হতে পারে। ম্যাচের মাঝে বৃষ্টি না হওয়ার সম্ভাবনাই বেশি। আকাশে মেঘ থাকবে সারাক্ষণই। তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রির কাছাকাছি। ফলে মনোরম পরিবেশে খেলার সুযোগ পাবে দুই দল।
এডিলেডে, একদিনের ক্রিকেটে ছ’বার মুখোমুখি হয়েছে ভারত এবং অস্ট্রেলিয়া। ভারত জিতেছে দু’বার, অস্ট্রেলিয়া চার বার। ভারতের দু’টি জয়ই এসেছে শেষ দুই সাক্ষাতে। শেষ বার ২০১৯ সালে এই মাঠে মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচে বিরাট কোহলি শতরান করে দলকে জিতিয়েছিলেন। বৃহস্পতিবার আবার তাঁর ব্যাট থেকে একটি শতরান দেখার আশায় ক্রিকেটবিশ্ব।
এডিলেডের পিচে সাধারণত ব্যাটাররা সুবিধা পেয়ে থাকেন। পিচ পাটা হয়। বাউন্সও ভাল পাওয়া যায়। ব্যাটারদের পক্ষে খেলা সুবিধার। ফলে রোহিত, কোহলি, শুভমান গিলদের সামনে রানে ফেরার একটি সুযোগ রয়েছে। পাশাপাশি এই মাঠে স্পিনাররাও সাহায্য পান। ভারতের হাতে সেই অস্ত্রও রয়েছে। এডিলেডে খেলতে পারেন কুলদীপ যাদব। পারথের মতো অত বাউন্স থাকবে না এডিলেডে। এখন দেখার রোহিত–বিরাট রানে ফিরতে পারেন কিনা। পারথে কিন্তু দুই ক্রিকেটার রান পাননি।
