আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে সবচেয়ে বেশি উইকেট নিয়েছিলেন। খেলেছিলেন পাঁচটি টেস্টই। তাঁকে নিয়ে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের প্রশ্ন ওঠেনি। অক্লান্ত পরিশ্রম করেছিলেন। তার ফসল পেয়ে চলেছেন মহম্মদ সিরাজ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টেও তুলে নিয়েছেন চার উইকেট।
টেস্টের প্রথম দিনই চার উইকেটের জন্য আমেদাবাদের সবুজ উইকেটের কথা বলেছেন সিরাজ। প্রথম দিনের খেলা শেষে সিরাজ বলেছেন, ‘ভারতের মাটিতে অনুষ্ঠিত টেস্ট ম্যাচগুলিতে এই ধরনের সবুজ পিচে বল করার সুযোগ আমরা সাধারণত পাই না। ফলে এখানকার পিচে বল করার জন্য উন্মুখ হয়েছিলাম।’ টেস্টের আগে আমেদাবাদের পিচে সবুজের ঘাসের আবরণ থাকলেও পরে তা ছেঁটে ফেলা হয়। তা সত্ত্বেও পিচ পেসারদের যথেষ্ট সাহায্য করেছে। তবে রস্টন চেজ তাঁর যে বলে আউট হন, তাতে তিনি নিজেও অবাক হয়ে গিয়েছেন।
আরও পড়ুন: মহিলাদের বিশ্বকাপে ভারত–পাক ম্যাচের আগেও দেখা দিল বিতর্ক, কী বললেন প্রাক্তন অধিনায়ক জানলে চমকে যাবেন
সিরাজের কথায়, ‘আমি সত্যিই চমকে গিয়েছিলাম। অতটা কাট করবে বুঝতে পারিনি।’ ক্যারিবিয়ান বাকি ব্যাটারদের বিরুদ্ধে যে পরিকল্পনা করেছিলেন, তা বাস্তবায়িত হওয়ায় সিরাজ খুশি। একইসঙ্গে জানিয়েছেন, ইংল্যান্ডের বিরুদ্ধে পারফরম্যান্স তাঁর আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে অনেকটাই। তাঁর বক্তব্য, ‘ইংল্যান্ড সিরিজটা ভীষণই প্রতিদ্বন্দ্বিতামূলক ছিল। কোনও সন্দেহ নেই, ওই সিরিজ থেকে প্রচুর আত্মবিশ্বাস পেয়েছি। ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে ভাল পারফর্ম করলে অন্য ধরনের আত্মবিশ্বাস এনে দেয়। সেটা আমি উপলব্ধি করতে পারছি।’
