আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় ফুটবলে অনন্য নজির। ভারতের অনূর্ধ্ব-১৭ মেয়েদের দলের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। যা ভারতীয় মুদ্রায় প্রায় ২১ লক্ষ। ইতিহাসে প্রথমবার এএফসি অনূর্ধ্ব-১৭ মেয়েদের এশিয়া কাপের যোগ্যতা অর্জন করে ভারত। বিশকেকে কিরগিজ রিপাবলিক এবং উজবেকিস্তানকে ২-১ গোলে হারিয়ে ছয় পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ জির শীর্ষে শেষ করে ভারতের মেয়েরা। ভারতীয় মেয়েদের ফুটবলে যা উল্লেখযোগ্য মাইলস্টোন। শেষবার ২০০৫ সালে এএফসি অনূর্ধ্ব-১৭ মেয়েদের এশিয়ান কাপে অংশ নেয়। তবে সেবার কোয়ালিফিকেশন রাউন্ড ছিল না। এই প্রথমবার যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলে টুর্নামেন্টের ছাড়পত্র সংগ্রহ করে ভারতের মেয়েরা। দেশকে গর্বিত করার পাশাপাশি ইউথ ডেভেলপমেন্টে ফেডারেশনের সঠিক স্ট্র্যাটেজি তুলে ধরে।
একটি রিলিজে ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, 'অনবদ্য পারফরম্যান্সে প্রথমবার এএফসি অনূর্ধ্ব-১৭ মেয়েদের এশিয়া কাপের যোগ্যতা অর্জন করার জন্য মেয়েদের অনূর্ধ্ব-১৭ ফুটবল দলের জন্য ২৫,০০০ মার্কিন ডলার আর্থিক পুরস্কার ঘোষণা করছে এআইএফএফ।' ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, এটা সঠিক প্লানিংয়ের ফল। গতবছর ইন্ডিয়ান অ্যারোজ হিসেবে খেলেছিল অনূর্ধ্ব-১৭ মেয়েদের ফুটবল দল। সিনিয়র দলের বিরুদ্ধে খেলায় গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করে। সেটাই এবার পার্থক্য করে দিয়েছে। শক্তিশালী গ্রাসরুট এবং ইউথ ইকোসিস্টেমের জন্য সাইয়ের সঙ্গে হাত মিলিয়েছিল ফেডারেশন। তারমধ্যে সবচেয়ে কার্যকরী হয় আশমিতা উইমেন্স ফুটবল লিগ। যা ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে ভারতব্যাপী ১৫৫টি লিগের আয়োজন করে। তারমধ্যে ছিল অনূর্ধ্ব-১৩, ১৫, ১৭ লিগ। ২০২৩-২৪ মরশুমে ৬৩০৫ ফুটবলার অংশ নেয়। ২০২৪-২৫ মরশুমে যা বেড়ে দাঁড়ায় ৮৬৫৮। ২০২৫-২৬ পর্ব গত মাসে শুরু হয়। ইতিমধ্যেই ৮০০০ প্লেয়ার এই লিগে খেলছে। ২৬টি রাজ্য থেকে ৪০০ দল অংশ নিচ্ছে।
