আজকাল ওয়েবডেস্ক: বাইশ গজ একাধিক রেকর্ডের সাক্ষী থেকেছে। কিন্তু ৫০ ওভারের মধ্যে ৫০ ওভারই স্পিনারকে দিয়ে বল! এর আগে হয়তো এমন কেউ ভাবতে পারেনি। যা করে দেখাল ক্যারিবিয়ানরা। ঢাকার শেরি বাংলা স্টেডিয়ামে অনন্য নজির। বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে দ্বিতীয় একদিনের ম্যাচে অভিনব রেকর্ড। পুরো ৫০ ওভার স্পিনারদের দিয়ে বল করার ওয়েস্ট ইন্ডিজ। এর আগে একদিনের ক্রিকেট একটা গোটা ইনিংস কোনও দল স্পিনারকে দিয়ে বল করায়নি। তিন ম্যাচের সিরিজে ০-১ এ পিছিয়ে ছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০২৭ বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচে এমন কীর্তি ক্যারিবিয়ানদের। দলে আকিল হোসেন, রোস্টন‌ চেজ, খ্যারি পিয়ের এবং অলিক আথানের মতো স্পিনাররা ছিল। প্রত্যেকে ১০ ওভার করে বল করে। 

আজকাল ওয়েবডেস্ক: পাক হামলাতেই নিহত তিন আফগান ক্রিকেটার, প্রমাণ আছে জানাল আফগান ক্রিকেট বোর্ড 

মিরপুরের কালো মাটির উইকেট নিয়ে কত যে চর্চা হয় তার ইয়ত্তা নেই। সমালোচনা হয়, হয় রসিকতা। সেই চর্চায় অন্য এক মাত্রা যোগ করলেন ওয়েস্ট ইন্ডিজের পেসার  আকিল হোসেন। টেলিভিশনের পর্দায় প্রথমবার মিরপুরের উইকেট দেখে ক্যারিবিয়ান স্পিনারের মনে হয়েছিল তাঁর টিভিতে সমস্যা। 

ওই কালো রংয়ের উইকেটেই দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের জয়ের অন্যতম নায়ক আকিল হোসেন। বাঁ হাতি এই স্পিনার কালো উইকেট প্রসঙ্গে বলেন, “ টিভি অন করে পিচটা দেখি। প্রথমে মনে হয়েছিল টিভিতেই বুঝি সমস্যা রয়েছে! পর্দা একেবারে কালো। মনে হচ্ছিল কোথাও একটা সমস্যা রয়েছে। হয়তো রং চটে গিয়েছে বা কিছু একটা গোলমাল হয়েছে। পরে বোঝা যায় পিচটাই  কালো।” 

পিচ প্রথম একদিনের মতোই ছিল। পিচে ভাঙন ছিল। শুকনোও ছিল। তার পূর্ণ ফায়দা তোলে ক্যারিবিয়ানরা। ৫০ ওভারে ৭ উইকেটে ২১৩ রান করে বাংলাদেশ। সর্বোচ্চ রান সৌম্য সরকারের। ৪৫ রান করেন। মেহদি হাসান করেন ৩২ রান। সপ্তম উইকেটে ৫০ রান যোগ করে এই জুটি। শেষদিকে ৩৯ রান করেন রিশাদ হোসেন। ৪৬ ওভারে ১৬৩ রানে ৭ উইকেট হারায় বাংলাদেশ। মিরাজ এবং রিশাদের জুটিতে ভর করে দুশো রানের গণ্ডি পার করে বাংলাদেশ। মোতি ৩ উইকেট নেন। দুরন্ত স্পেল আথানেজের। ১০ ওভারে ১৪ রানে জোড়া উইকেট তুলে নেন। প্রথম একদিনের ম্যাচে ২০৮ রান তাড়া করতে ব্যর্থ হয় ওয়েস্ট ইন্ডিজ। ১৩৩ রানে অলআউট হয়ে যায়। এবার প্রায়শ্চিত্ত করতে চাইবে ক্যারিবিয়ানরা। প্রসঙ্গত, ভারতের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে বিপর্যস্ত হয় রোস্টন চেজরা। শুভমন গিলদের বিরুদ্ধে দাঁড়াতেই পারেনি। ০-২ এ সিরিজ হারে। 

আজকাল ওয়েবডেস্ক: অভিষেকেই পাঁচ উইকেট আসিফের,৯২ বছরের রেকর্ড ভাঙলেন পাক স্পিনার ...