আজকাল ওয়েবডেস্ক: অ্যাটলেটিকো মাদ্রিদে বিশ্বজয়ী আর্জেন্টাইনদের ভিড়। গত মরশুমে বিশ্বকাপজয়ী দলের চার আর্জেন্টাইন সদস্য খেলেছিলেন অ্যাটলেটিকোতে। তাঁরা হলেন রডরিগো দি পল, নাহুয়েল মোলিনা, আঙ্খেল কোরেয়ার সঙ্গে যোগ দেন জুলিয়ান আলভারেজও। এবার কোরেয়া অ্যাটলেটিকো ছেড়ে দেওয়ায় আর্জেন্টাইনের সংখ্যা দাঁড়িয়েছিল তিন।
কিন্তু অ্যাটলেটিকোতে যোগ দিচ্ছেন আরও এক আর্জেন্টাইন। তিনি থিয়াগো আলমাদা। আগে খেলতেন ব্রাজিলের ক্লাব বোতাফোগোতে। সেখান থেকে তিনি মাদ্রিদের অ্যাটলেটিকোতে যোগ দিয়েছেন। অ্যাটলেটিকো সোশ্যাল মিডিয়ায় বিষয়টা নিশ্চিত করে জানিয়েছে।
অ্যাটলেটিকো মাদ্রিদে রয়েছেন আরও দুই আর্জেন্টাইন। তাঁরা হলেন হুয়ান মুসো এবং জুলিয়ানো সিমিওনে। অ্যাটলেটিকোর কোচ দিয়েগো সিমিওনে। তিনি একসময়ে আর্জেন্টিনার মাঝমাঠের ভরসা ছিলেন। সিমিওনের জন্য হয়তো আর্জেন্টাইনদের ভিড় অ্যাটলেটিকো মাদ্রিদে।
২৪ বছর বয়সী আলমাদা ২০২২ সালে আর্জেন্টিনার বিশ্বজয়ী দলের সদস্য ছিলেন। কিন্তু সেই সময়ে তিনি দলে নিয়মিত ছিলেন না। এখন ধীরে ধীরে তিনি নিজের জায়গা পেতে শুরু করেছেন নীল-সাদা জার্সিতে। এখন পর্যন্ত আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে ১০টি ম্যাচ খেলে ৪টি গোল করেছেন। কাতার বিশ্বকাপে একটি ম্যাচে খেলেন তিনি। মেজর লিগ সকারের ক্লাব আটলান্টা ইউনাইটেডেও খেলেছেন আলমাদা।
আরও পড়ুন: বিয়ের পর হলটা কী সিন্ধুর! জয় অধরা হায়দরাবাদি কন্যার, জাপান ওপেন থেকে ছিটকে গেলেন প্রথম রাউন্ডে
এমএলএসের ক্লাব ছেড়ে আর্জেন্টাইন তারকা ২০২৪ সালে সই করেন ব্রাজিলের ক্লাব বোতাফোগোতে। বোতাফোগোর জার্সিতে ২৬ ম্যাচে ৩টি গোল ও ২টি অ্যাসিস্ট করেন আলমাদা।
এরপর চলতি বছরের গোড়ার দিকে আলমাদা লোনে চলে যান ফ্রান্সের ক্লাব লিওঁতে। লিওঁর জার্সিতে খেলেন ২০টি ম্যাচ। গোল ২ টি ও অ্যাসিস্ট ৫টিতে। দীর্ঘ ১১ বছর অ্যাটলেটিকো মাদ্রিদে ছিলেন আর্জেন্টাইন কোরেয়া। তিনি চলে যাওয়ার পরেই অ্যাটলেটিকো নতুন প্লেয়ারের সন্ধানে নেমে পড়ে। শেষ পর্যন্ত এক আর্জেন্টাইনের পরিবর্তে আরেক আর্জেন্টাইনকে দলে নেয় অ্যাটলেটিকো।

এদিকে আলমাদা এলেও শোনা যাচ্ছে দি পল চলে যেতে পারেন ইন্টার মায়ামিতে। লিও মেসির পরিচিত ফুটবলারদেরই ভিড় ইন্টার মায়ামিতে। একসময়ে যাঁরা এলএম ১০-এর সঙ্গে খেলেছেন, তাঁদেরই ঠিকানা ইন্টার মায়ামি।
কোচের রিমোট কন্ট্রোল এখন ম্যাসচেরানোর হাতে। দলে রয়েছেন লুইস সুয়ারেজ, সের্জিও বুস্কেটস এবং জর্ডি আলবা। এর মধ্যেই জোরালো খবর, এবার মায়ামির নজরে দি পল। নীল-সাদা জার্সিতে মেসির সতীর্থ তিনি। আর্জেন্টাইন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মায়ামি আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন মিডিওকে।
বছর ৩১-এর আর্জেন্টাইন মিডফিল্ডার যদি মায়ামির প্রস্তাব মেনে নেন, তাহলে আলোচনা হবে স্পেন ও মার্কিন মুলুকের ক্লাবের মধ্যে। ইন্টার মায়ামি দি পলের অপেক্ষায়। ২০২১ সালের জুলাইয়ে অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দেন তিনি। আর্জেন্টিনার মাঝমাঠের প্রাণভোমরা তিনি।
আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপ এবং ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য দি পল। সেই দি পল যদি মেসির ক্লাবে যোগ দেন, তাহলে মাঝমাঠের ব্রিগেডিয়ার হবেন তিনিই। সেক্ষেত্রে অ্যাটলেটিকো মাদ্রিদে আর্জেন্টাইনের সংখ্যা ফের কমে যাবে।
