আজকাল ওয়েবডেস্ক: পারথের প্রথম ওয়ানডে সহজেই জিতে নিল অস্ট্রেলিয়া। বৃষ্টিবিঘ্নিত ওয়ানডে-তে রীতিমতো প্রাধান্য দেখালেন অজিরা। সাত উইকেটে ম্যাচ জিতে অস্ট্রেলিয়া সিরিজে এগিয়ে গেল ১-০-এ।

গৌতম গম্ভীর ও শুভমান গিল জুটি ইংল্যান্ডের মাটি থেকে টেস্ট সিরিজ ড্র করে ফিরেছে। এশিয়া কাপও জিতেছে গম্ভীরের কোচিংয়ে। কিন্তু অজি-ভূমে শুরুতেই বড়সড় ধাক্কা খেল গৌতম গম্ভীরের ভারত। শুভমান গিলকে অজিরা বুঝিয়ে দিলেন, টেস্ট ফরম্যাটে সিরিজ ড্র করা আর অস্ট্রেলিয়ার মাটিতে এসে অজিদের হারানো সিংহ শিকার করার মতোই ব্যাপার। শুরুতেই ভারতকে সবক শেখালেন অজিরা। ভারতীয় ব্যাটিং ও বোলিংয়ের রক্তাল্পতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন অজিরা। 

রবিবার
টস জিতে অস্ট্রেলিয়া প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল। দফায় দফায় বৃষ্টিতে বিঘ্নিত হয় ম্যাচ। কমিয়ে আনা হয় ওভার সংখ্যা। ৫০ ওভারের ম্যাচ হয়ে যায় ২৬ ওভারের। সেই ২৬ ওভারে ভারত করল ৯ উইকেটে ১৩৬ রান। কিন্তু অজিদের জন্য সেই টার্গেট দাঁড়ায় ১৩১। ভারতীয় ব্যাটারদের অয়ারাম-গয়ারাম ব্যাটিং দেখলে মাইকেল হোল্ডিং নির্ঘাৎ বলতেন, 'ওরা হারাকিরি করছে।' ভারতীয় ব্যাটারদের মধ্যে উল্লেখযোগ্য রান অক্ষর প্যাটেল (৩১) ও লোকেশ রাহুলের (৩৮)। বাকিরা কেউ দাঁড়াতেই পারলেন না। সেই ১৩১ রান অজিরা তুলে নেয় ২১.১ ওভারেই। ভারতের বোলাররা মাত্র তিনটি উইকেট ফেলতে সক্ষম হন অস্ট্রেলিয়ার। দ্বিতীয় ওয়ানডে-র আগে ভারতের বোলিং আক্রমণ কিন্তু চিন্তায় রাখল গম্ভীরকে। প্রথম ওয়ানডের শেষে গম্ভীর, ব্যাটিং  কোচ সীতাংশু কোটাক, শুভমান গিলদের নিয়ে আলোচনায় বসেন গম্ভীর। 

আরও পড়ুন: পাক নৃশংসতার কড়়া জবাব রশিদের, যা করলেন তাতে কুর্নিশ জানাবেন তারকাকে ..

ভারতের ইনিংসের শুরু থেকেই উইকেট পড়তে থাকে। পারথে দেখা যায়নি রোহিত রোশনাই। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থা হিটম্যানের। বুকের উপরে বসে থাকা জগদ্দল পাথরটাকে সরাতে হলে পারথে দরকার ছিল ধুন্ধুমার এক ইনিংস। তাঁকে নিয়ে তৈরি হওয়া প্রশ্ন, অচলায়তন সব ভেঙে দিতেন মুম্বইকর।

১৪ বল টিকলেন। মাত্র ৮ রানে ফিরতে হল তাঁকে। মেরেছেন একটি বাউন্ডারি। হ্যাজলউডের বলটা রোহিতের ব্যাটে চুম্বন করে চলে গেল দ্বিতীয় স্লিপে দাঁড়ানো রেনশ-র কাছে। ১৩ রানে ভারত হারাল তার তারকা ব্যাটারকে। অধীর আগ্রহে ভারতীয় সমর্থকরা অপেক্ষা করেছিলেন কোহলির জন্য। বিরাট নামলেন। কিন্তু তিনি খাতাই খুলতে পারেননি। 

স্টার্কের অফ স্টাম্পের বাইরের বলটা মারতে গেলেন। ধরা পড়ে গেলেন বিরাট। সেই সঙ্গে বিরাট স্বপ্নও শেষ হয়ে গেল। সেই চ্যাম্পিয়ন্স ট্রফির পর ফের টিম ইন্ডিয়ার জার্সিতে দেখা গিয়েছিল রোকো জুটিকে। দুজনের কেউই প্রত্যাশা পূরণ করতে পারলেন না।

বরং লোকেশ রাহুল ও অক্ষর প্যাটেলের জন্য ভারত ভদ্রস্থ রান করতে সক্ষম হয়। রাহুল ৩৮ ও অক্ষর ৩১ রান করেন। বাকিরা দাঁড়াতেই পারলেন না। ১৩১ রানের পুঁজি নিয়ে লড়াইয়ে নামলে শুরু থেকেই উইকেট ফেলতে হয়। অজিদের রান যখন ১০, তখন ট্র্যাভিস হেডকে (৮) ফেরান অর্শদীপ সিং। অক্ষর প্যাটেলের শিকার ম্যাথু শর্ট (৮)। জশ ফিলিপ ২৯ বলে ৩৭ রান করে ওয়াশিংটন সুন্দরের শিকার হন। কিন্তু অন্য প্রান্তে অবলীলায় ব্যাট করে যান মিচেল মার্শ। ম্যাচ জিততে হলে বোলারদের যে কামড়টা দরকার হয়, সেটা দেখাই যায়নি। শেষপর্যন্ত অজি অধিনায়ক মার্শ ৪৬ রানে অপরাজিত থেকে যান। রেনশো (২১) যোগ্য সঙ্গত করেন। এই দুই ব্যাটার ক্রিজে টিকে থেকে অস্ট্রেলিয়াকে জয় এনে দেন। 

আরও পড়ুন: 'এই বেদনা-কষ্ট নিয়েই এগিয়ে যাব...', 'আমাগো ফ্যান্স'দের কাছে ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি ব্যথিত অস্কারের ...