আজকাল ওয়েবডেস্ক: দুবাইয়ে কি ভারত অতিরিক্ত সুবিধা পাচ্ছে? পাকিস্তানে গিয়েও এমন প্রশ্ন উড়ে এলে বিসিসিআই ভাইস প্রেসিডেন্টের দিক। এহেন প্রশ্নে বিরক্ত দেখাল তাঁকে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচগুলো হচ্ছে দুবাইয়ে। দুবাইয়ে খেলা নিয়ে কম সমালোচনা হচ্ছে না। নিয়ম করে একই প্রসঙ্গের অবতারণা করছেন প্রাক্তন ক্রিকেটার থেকে সাধারণ দর্শকরাও। এবার পাক মুলুকে গিয়েও একই প্রশ্ন শুনতে হল রাজীব শুক্লাকে। এক পাক সাংবাদিকের প্রশ্নের জবাবে রাজীব শুক্লা বলেন, ''আইসিসি-র মিটিংয়ে যখন সিদ্ধান্ত হয়েছিল, তখন স্থির হয়েছিল ভারতের ম্যাচগুলো হবে দুবাইয়ে। ন্যায্য বা অন্যায্য সুবিধার প্রশ্নই নেই। ভারতীয় দল পিচের উপরে নির্ভর করে নেই। দুবাইয়ে বিভিন্ন ধরনের পিচ রয়েছে। ভারত নিজেদের পারফরম্যান্সের উপরে ভিত্তি করে জিতছে। খেলোয়াড়রা তাঁদের দক্ষতার উপরে খেলছে, পিচের উপরে তাঁর নির্ভর করে রয়েছে এমন নয়।''
দু'দেশের মধ্যে ক্রিকেটের দ্বিপাক্ষিক সিরিজ কি নিরপেক্ষ দেশের ভেন্যুতে হওয়ার কোনও সম্ভাবনা রয়েছে? এমন প্রশ্নও করা হয়েছিল রাজীব শুক্লাকে। যার উত্তরে তিনি বল ঠেলে দেন ভারত সরকারের কোর্টে। রাজীব শুক্লা বলেছেন, ''ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজের বিষয়টি স্থির করবে সরকার। ভারত সরকার আমাদের যা নির্দেশ দেবে, আমরা সেই মতোই এগোবো।''
