আজকাল ওয়েবডেস্ক: অভিষেক শর্মাকে দরাজ সার্টিফিকেট চেতেশ্বর পূজারার। টি-২০ ক্রিকেটে অন্যতম সেরা প্লেয়ারের তকমা দেন ভারতের প্রাক্তনী। এশিয়া কাপ চলাকালীন এক সর্বভারতীয় টিভি চ্যানেলের সাক্ষাৎকারে এমন জানান পূজারা। ৪ ম্যাচে ১৭৩ রান অভিষেকের। রবিবার সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ৩৯ বলে ৭৪ রান করেন বাঁ হাতি ওপেনার। ৭ বল বাকি থাকতে ১৭২ রান তাড়া করে জেতে ভারত। টিম ইন্ডিয়ার রিজার্ভ দলের প্রশংসাও করেন পূজারা। এর জন্য ঘরোয়া ক্রিকেট এবং আইপিএলের কৃতিত্ব দেন। ভারতের প্রাক্তনী মনে করেন, কঠিন পরিস্থিতিতে খেলার জন্য মানসিকভাবে তৈরি করে দেয় এই টুর্নামেন্ট।
পূজারা বলেন, 'আমাদের দারুণ প্রতিভা আছে। অভিষেক সেরা টি-২০ প্লেয়ারদের মধ্যে অন্যতম। সব ফরম্যাটে রিজার্ভ বেঞ্চ শক্তিশালী। আমরা সেটা ইংল্যান্ডে দেখেছি। যখনই সুযোগ পাবে, নিজেদের প্রমাণ করবে। এর কৃতিত্ব ঘরোয়া ক্রিকেট এবং আইপিএলকে দিতে হবে। এইভাবে খেলতে থাকলে, ভারতীয় দলকে হারানো কঠিন। প্রচুর প্রতিভা আছে দলে।' এশিয়া কাপে ভারতের পারফরম্যান্সের প্রশংসা করার পাশাপাশি সূর্যকুমারদের সাফল্য কামনা করেন। পূজারা মনে করেন, টিম ইন্ডিয়ার এশিয়া কাপ জেতার ক্ষমতা আছে। তিনি বলেন, 'ভারতীয় দল খুবই ভাল খেলছে। টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা। দারুণ ক্রিকেট খেলছে। আশা করব ভারতই জিতবে।' একমাস হয়েছে সব ফরম্যাটের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এখনও পরবর্তী পরিকল্পনা নিয়ে ভাবার সময় পাননি। তবে ধারাভাষ্য বা মিডিয়া সংক্রান্ত কিছু করতে চান। পাশাপাশি পিকেলবল শিখতে চান পূজারা।
রো-কো জুটির ভবিষ্যৎ নিয়ে নানান চর্চা চলছে। আদৌ তাঁরা ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত টিকে থাকতে পারবে কিনা সেই প্রশ্ন উঠছে। সম্প্রতি দুই মহাতারকাকে নিয়ে চেতেশ্বর পূজারাকে প্রশ্ন করা হয়। অবসর প্রসঙ্গে বিরাট, রোহিতকে কোনও পরামর্শ দিতে চান না তিনি। পূজারা বলেন, 'ওদের কোনও পরামর্শের প্রয়োজন নেই। কারণ সাদা বলের ক্রিকেটে সেরা প্লেয়ারদের মধ্যে ওরা অন্যতম। এমনকী মাত্র একটা ফরম্যাটে খেললেও, ওরা জানে ওদের থেকে কী প্রত্যাশা করা হয়। দু'জনে এতটাই প্রতিভাবান। বিরাট, রোহিতের রেকর্ড দেখুন। ওরা জানে কখন অবসর নিতে হবে। ওরা ওদের দায়বদ্ধতা জানে। ওরা ফিট থাকলে অনেকদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটে খেলা চালিয়ে যেতে পারবে।' আসন্ন অস্ট্রেলিয়া সফরে আবার বাইশ গজে ফিরবেন দুই মহাতারকা।
