আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তান সুপার লিগে বল ছোড়ার অভিযোগ! মুলতান সুলতান্সের অফস্পিনার ইফতিকার আহমেদের বিরুদ্ধে বল চাকিংয়ের মারাত্মক অভিযোগ আনেন ইসলামাবাদ ইউনাইটেডের কলিন মুনরো। 

আম্পায়ারকে ইশারা করে তিনি দেখান বল ছুড়ছেন  ইফতিকার। 

পিএসএলের মুলতান সুলতান্স ও ইসলামাবাদ ইউনাইটেড ম্যাচে এমন ঘটনাই ঘটে। তা নিয়ে চর্চা তুঙ্গে। 

মুলতান সুলতান্সের ১৬৮ রান তাড়া করতে নামে  ইসলামাবাদ ইউনাইটেড। 

ইনিংসের দশম ওভারে বল করতে আসেন ইফতিকার আহমেদ। তাঁর তৃতীয় বলটির পরই আম্পায়ারের দিকে হাতের ইশারায় ইঙ্গিত করে বল ছোড়ার অভিযোগ আনেন মুনরো। 

?ref_src=twsrc%5Etfw">April 23, 2025

 

মুনরোর অভিযোগে খেলা কিছুক্ষণের জন্য বন্ধ থাকে। তাঁর সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন মুলতানের অধিনায়ক মহম্মদ রিজওয়ান। দেখা যায় মুনরো ও রিজওয়ান একে অপরের দিকে আঙুল তুলে কথা বলেন। সেই সময়ে আরও অনেকে জড়িয়ে পড়েন।  ইফতিকারের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন মুনরো। 

ইফতিকারের বোলিং অ্যাকশনের জন্য আম্পায়ার অবশ্য নো ডাকেননি। যাঁর বোলিং অ্যাকশন নিয়ে মুনরো অভিযোগ জানান, তাঁর হাতেই ক্যাচ দিয়ে ফেরেন তিনি। দু'দলের অধিনায়ক অবশ্য এবিষয়ে মুখ খোলেননি। ম্যাচটা জেতে মুনরোর দল ইসলামাবাদ ইউনাইটেড।