আজকাল ওয়েবডেস্ক: এক ম্যাচে এগারোজনই বল করছে। তারমধ্যে রয়েছে উইকেটকিপারও। তাও আবার টি-২০ ম্যাচ! ভাবতে পারছেন? অবাক লাগলেও সত্যি। শুক্রবার মুম্বইয়ে এমনই বিরল ঘটনার সাক্ষী থাকল ক্রিকেটমহল। নতুন ইতিহাস রচনা করল দিল্লি। টি-২০ ক্রিকেটে প্রথম দল হিসেবে এগারোজন ক্রিকেটারকে দিয়েই বল করানো হল। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মণিপুরের বিরুদ্ধে মুস্তাক আলির ম্যাচে এমন কীর্তি স্থাপন করে দিল্লি। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় মণিপুর। তাতেই এই অদ্ভুত স্ট্র্যাটেজি ব্যবহার করার সুযোগ পেয়ে যান দিল্লির অধিনায়ক আয়ুশ বাদোনি। মূলত উইকেটকিপার হয়েও নিজেও বল করেন। শুধু তাই নয়, তুলে নেন এক উইকেটও। একইসঙ্গে ইকোনমি রেটও ভাল। বাদোনির দ্বিতীয় ওভারে কোনও রান হয়নি। অর্থাৎ বোঝা যাচ্ছে, দিল্লির নেতার এই অদ্ভুত ট্যাকটিক্স খেটে যায়।

দিল্লির ১১জন বোলার মিলে মণিপুরকে ৮ উইকেটের বিনিময়ে ১২০ রানে বেঁধে রাখে। তবে সবাই মিলে বল করেও প্রতিপক্ষকে অলআউট করতে পারেনি দিল্লি। এর আগে টি-২০ ক্রিকেটের ইতিহাসে কোনও দল এগারোজনকে দিয়ে বল করায়নি। এক ইনিংসে ন'জনের বল করার উদাহরণ ছিল। টেস্ট ক্রিকেটে অবশ্য এই নজির রয়েছে। এই কাণ্ড ঘটিয়েছিলেন সৌরভ গাঙ্গুলি। ২০০২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১১ জন বোলার ব্যবহার করেন তৎকালিন ভারত অধিনায়ক। এবার ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে এই স্ট্রাটেজি ব্যবহার করে উদাহরণ সৃষ্টি করলেন দিল্লির অধিনায়ক বাদোনি। একইসঙ্গে হল অনন্য রেকর্ডও।