আজকাল ওয়েবডেস্ক: গৌতম গম্ভীর ও অজিত আগরকারের উপর বেজায় চটেছেন নভজ্যোৎ সিং সিধু। তিনি বলেই দিয়েছেন, ক্রিকেটের মঙ্গলের স্বার্থে গম্ভীর–আগরকারকে বাদ দিক ভারতীয় ক্রিকেট বোর্ড। এই মন্তব্যের পর অভিযোগের সুর নভজ্যোৎ সিং সিধুর গলায়। তাঁর নামে ভুয়ো মন্তব্য সোশ্যাল মিডিয়ায় প্রচার করে বাজার গরম করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। এক্স হ্যান্ডলে সরব হয়ে তিনি জানিয়েছেন, এমন মন্তব্য তিনি কস্মিনকালেও করেননি।
এটা ঘটনা, অস্ট্রেলিয়া সিরিজের ঠিক আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি পোস্ট। তাতে দেখা যায় সিধুকে উদ্ধৃত করে লেখা, ‘ভারত যদি ২০২৭ বিশ্বকাপ জিততে চায়, বিসিসিআইয়ের উচিত যত তাড়াতাড়ি সম্ভব অজিত আগরকার এবং গৌতম গম্ভীরকে সরিয়ে দেওয়া। বিশ্বকাপে সফল হতে গেলে পূর্ণ সম্মানের সঙ্গে রোহিত শর্মার হাতে অধিনায়কত্ব তুলে দেওয়া উচিত।’ এরপরই তীব্র প্রতিক্রিয়া জানিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন সিধু। তাঁর মন্তব্যকে মিথ্যাভাবে উদ্ধৃত করা হয়েছে বলে তিনি লেখেন, ‘কখনও বলিনি এ কথা। ভুয়ো খবর ছড়ানো উচিত নয়। এমন কল্পনাও করিনি। লজ্জা হওয়া উচিত।’ এই মন্তব্যের সঙ্গে ভুয়ো পোস্টটিও শেয়ার করেন তিনি।
আরও পড়ুন: আফগানভূমে পাক হামলা, পরিস্থিতি সামাল দিতে আসরে নামলেন এই প্রাক্তন পাক ক্রিকেটার
এটা ঘটনা, গৌতম গম্ভীরের অধীনে ভারতীয় ক্রিকেট দল একটি পরিবর্তনের পর্যায়ে রয়েছে। শুভমান গিলকে ওয়ানডে এবং টেস্টে অধিনায়ক করা হয়েছে। রোহিত শর্মা এবং বিরাট কোহলির ভবিষ্যৎও প্রশ্নের মুখে। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ এখনও দুই বছর বাকি। সেই কারণে তাঁরা বিশ্বকাপ খেলবেন কি না, এখনও স্পষ্ট নয়। তবে এই আবহে কীভাবে তাঁর নাম জড়িয়ে গেল, তার ব্যাখ্যা নেই সিধুর কাছে। এবার তা নিয়ে সরব হলেন তিনি।
