আজকাল ওয়েবডেস্ক: বুধবার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে একজন ফ্যান দাবি করেন, ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট চলাকালীন জীতেশ শর্মাকে লর্ডসে ঢুকতে দেওয়া হয়নি। সেই গুজব বন্ধ করতে এবার সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হলেন দীনেশ কার্তিক। নিজের এক্স হ্যান্ডেলে গোটা ঘটনার ব্যাখ্যা করেন তিনি। তিনি জানান, যে গেটে জীতেশকে আটকানো হয়েছিল, সেটা লর্ডসের নয়। গার্ড তাঁকে মিডিয়া সেন্টারের গেটের মুখে আটকায়। সেখানে আরসিবির তারকাকে কার্তিকই ডেকে পাঠান। এক্স হ্যান্ডেলে কার্তিক লেখেন, 'সোশ্যাল মিডিয়ায় আজকাল প্রতিনিয়ত এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। আমি জীতেশকে কমেন্ট্রি বক্সে ডেকে পাঠিয়েছিলাম। ও এসেছিল। আমি নীচে নেমে এসে ওর সঙ্গে দেখা করি। তারপর ওকে কমেন্ট্রি বক্সে নিয়ে যাই। সেখানে ওর সবার সঙ্গে দেখা হয়। এটা মিডিয়া সেন্টারের ঠিক নীচে। মাঠে ঢোকার মুখে নয়।'
বুধবার এই খবর সোশ্যাল মিডিয়ায় ছেয়ে যায়। সঙ্গে জীতেশের ছবি। সেদিনই বরোদায় যোগ দেওয়ার ছাড়পত্র পান টিম ইন্ডিয়ার উঠতি উইকেটকিপার ব্যাটার। বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সিইও ফারুক দস্তুর জানান, ২০২৫-২৬ মরশুমের আগে বরোদায় যোগ দেওয়ার ছাড়পত্র দেওয়া হয়েছে জীতেশকে। বিদর্ভের এক কর্তা বলেন, 'জীতেশের সঙ্গে ক্রুনাল পাণ্ডিয়ার সম্পর্ক ভাল। ওরা আরসিবিতে একসঙ্গে খেলে। আগের বছর রঞ্জিতে খেলেননি ক্রুনাল। কিন্তু এবার বরোদায় খেলবেন। সেই কারণেই জীতেশ বিদর্ভ ছেড়ে বরোদায় যেতে চাইছে।'
আগের বছর বিদর্ভের অধিনায়ক ছিলেন জীতেশ। সৈয়দ মুস্তাক আলিতে নেতৃত্ব দেন। বিজয় হাজারে ট্রফিতে করুণ নায়ারের অধিনায়কত্বে খেলেন। বরোদায় সাদা এবং লাল বলের ক্রিকেটে খেলতে পারবেন তিনি। ২০১৫-১৬ সালে অভিষেকের পর লাল বলের ক্রিকেটে মাত্র ১৮টি ম্যাচ খেলেন তিনি। এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন জীতেশ। ফিনিশার হিসেবে বেশ কয়েকটি ম্যাচ জেতান। তারমধ্যে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে ৮৫ রানে অপরাজিত থাকেন। আরসিবিকে প্রথম দুইয়ে শেষ করতে সাহায্য করেন। রজত পতিদার আঙুলে চোট পেয়ে বেশ কয়েকটা ম্যাচ মাঠের বাইরে থাকাকালীন আরসিবিকে নেতৃত্বও দেন। এবার ঘরোয়া ক্রিকেটে নতুন ইনিংস শুরু করতে চলেছেন জীতেশ।
