ইস্টবেঙ্গল-৪ চেন্নাইয়িন-০
(কেভিন, বিপিন-২, হিরোশি-পেনাল্টি)
আজকাল ওয়েবডেস্ক: মাটিতে আছড়ে পড়ার আগে শক্তি বাড়াচ্ছে মান্থা৷ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মঙ্গল-সন্ধ্যায় অন্ধ্র-উপকূলে আছড়ে পড়বে।
তার আগে দেশের অন্যপ্রান্তে গোয়ার বাম্বোলিমে 'মান্থা' হয়ে আছড়ে পড়লেন ইস্টবেঙ্গলের বিপিন। লাল-হলুদের চারে বিপিনের দুই। চেন্নাইয়িনকে মাটি ধরিয়ে ইস্টবেঙ্গল টিকে রইল সুপার কাপে। শুক্রবার সুপার কাপের বারুদে ঠাসা ম্যাচ। গোটা দেশ দেখবে ডার্বি। অগ্নিপরীক্ষা অস্কার ব্রুজোঁর। পারবেন কি তিনি শিল্ড ফাইনালের বদলা নিতে?
সুপার কাপে ডেম্পোর বিরুদ্ধে প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছিল ইস্টবেঙ্গল। ২-২ গোলে খেলা ড্র করে নিজেদের উপরই চাপ বাড়িয়ে তুলেছিলেন অস্কারের ছেলেরা।
চেন্নাইয়িনের বিরুদ্ধে লাল-হলুদের এদিনের ম্যাচ ছিল মরণবাঁচনের। ম্যাচটা জিততেই হতো। সেই সঙ্গে গোলসংখ্যা বাড়িয়ে নেওয়ারও ছিল। মঙ্গল বিকেলে এক ঢিলে দুই পাখি মারল অস্কারের ছেলেরা। অবশ্য চেন্নাইয়িন ব্রিগেডে ছিলেন না কোনও বিদেশি খেলোয়াড়।
আরও পড়ুন: বিশ্বকাপের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে মান্ধানা, সেমির আগে আত্মবিশ্বাস বাড়ল ভারতের ...
ডেম্পোর বিরুদ্ধে ইস্টবেঙ্গলের গোল আগলানোর দায়িত্বে ছিলেন দেবজিৎ মজুমদার। তাঁকে নিয়েই সন্দীপ নন্দী ও অস্কারের মধ্যে লেগে গিয়েছিল। বঙ্গ গোলকিপারকে সুপার কাপের প্রথম ম্যাচে নামিয়েছিলেন স্প্যানিশ কোচ। কিন্তু দেবজিতের দুটো পাহাড়প্রমাণ ভুলে ইস্টবেঙ্গল জয় মাঠে রেখে আসে।
চেন্নাইয়িনের বিরুদ্ধে এদিন কিন্তু শুরু থেকেই অস্কার মাঠে পাঠিয়েছিলেন প্রভসুখান গিলকে। শুরুতেই তিনি গোল বাঁচিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নেন।
গত ম্যাচে পরিবর্ত হিসেবে দুর্দান্ত গোল করেছিলেন মিগুয়েল। এদিন তিনি শুরু করেন। ব্রাজিলীয় তারকা মাঠে নামলে ইস্টবেঙ্গলের খেলায় রং ছড়ায়। এদিন শুরু থেকে আক্রমণ তুলে আনলেও গোল পেতে লাল-হলুদ শিবিরকে অপেক্ষা করে থাকতে হয় ৩৫ মিনিট পর্যন্ত। বিপিনকে ফাউল করা হলে ফ্রি কিক পায় ইস্টবেঙ্গল। মহেশের ভাসানো বল থেকে প্রথম গোলটি করেন লাল-হলুদের স্প্যানিশ ডিফেন্ডার কেভিন সিবিলে। লাল-হলুদ জার্সিতে এটি তাঁর প্রথম গোল। এই গোলের অপেক্ষায় ছিল ইস্টবেঙ্গল। প্রথম গোলটি হওয়ার পরে ইস্টবেঙ্গলের গোলখিদে আরও বাড়ে।
৩৯ মিনিটে চেন্নাইয়িনের ডিফেন্সে হাঙরের হাঁ। সেই সুযোগ নিয়ে বিপিন দ্বিতীয় গোলটি করেন। অতিরিক্ত সময়ে বিপিন নিজের দ্বিতীয় গোলটি করেন। হাফ টাইমে তিন গোলে এগিয়েছিল লাল-হলুদ।
দ্বিতীয়ার্ধে গোলসংখ্যা আরও বাড়ানোর লক্ষ্য নিয়ে নেমেছিলেন অস্কারের ছেলেরা। গোল করার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। হিরোশির শট পোস্টে আছড়ে চলে আসে। শেষ লগ্নে পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। পেনাল্টি থেকে গোলটি করেন হিরোশি। ইস্টবেঙ্গল জিতল ৪-০ গোলে। জাপানি স্ট্রাইকার লাল-হলুদের হয়ে প্রথম গোলটি পেলেন। ডার্বির আগে প্রয়োজনীয় আত্মবিশ্বাস পেয়ে গেলেন জাপানি স্ট্রাইকার।
