আজকাল ওয়েবডেস্ক: সন্দীপ নন্দী গোলকিপিং কোচের চেয়ার ছেড়ে চলে আসার পরে প্রভসুখান গিল, দেবজিৎ মজুমদারদের কোচিং করাবেন কে?
২৫ তারিখ থেকে শুরু হবে সুপার কাপ। তার আগে ইস্টবেঙ্গলের দুই গোলকিপারকে প্র্যাকটিস করাবেন সহকারী কোচ অ্যাড্রিয়ান। যতদিন না নতুন কোনও গোলকিপিং কোচ আসছেন লাল-হলুদে, ততদিন অ্যাড্রিয়ানই গিল-দেবজতিদের দেখভাল করবেন। অ্যাডিয়ান নিজেও একজন গোলকিপার ছিলেন। ফলে কোচ অস্কার ব্রুজোঁ তাঁকেই দায়িত্ব দিচ্ছেন। সন্দীপ সরে যাওয়ায় গোলকিপিং কোচের পজিশনে যে শূন্যতা তৈরি হয়েছে, তা আপাতত অ্যাড্রিয়ানই ভরাট করার চেষ্টা করবেন।
আরও পড়ুন: এশিয়া কাপ নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন নকভি, কী বললেন জানেন?
সন্দীপ নন্দী-ইস্যুতে ইমামি পুরোদস্তুর পাশে রয়েছে অস্কার ব্রুজোঁর। সুপার কাপের দিকে তাকিয়ে সব ভুলে অনুশীলন শুরু করে দিয়েছে লাল-হলুদ ব্রিগেড।
সন্দীপ নন্দীকে তোপ দেগে গতকাল ইমামি কর্তা আদিত্য আগরওয়াল বলেছিলেন, ''সন্দীপের যদি এতদিন সমস্যা থেকেই থাকবে, তবে ও আগে বলেনি কেন?''
সন্দীপ-অধ্যায় ইস্টবেঙ্গল দলের উপরে প্রভাব ফেলবে না বলে মনে করেন আদিত্য। তিনি বলেছেন, ''আমাদের ফুটবলাররা মানসিকভাবে অনেক শক্তিশালী, সন্দীপের এই বিতর্কিত ঘটনার প্রভাব দলের উপর পড়বে বলে মনে হয় না আমার।''
দেশের প্রাক্তন গোলকিপারও ক্লাবের স্বার্থে মৌনব্রত নেওয়াই সমীচীন বলে মনে করছেন। ইস্টবেঙ্গল ক্লাবকে তিনি ভালবাসেন। লাল-হলুদের প্রাক্তন ফুটবলারও তিনি। ইস্টবেঙ্গলের গৌরবময় ইতিহাসের পাতায় তাঁর নাম লেখা থাকবে। সেই সন্দীপ অস্কার-ব্রিগেডের কথা মাথায় রেখে অগ্নিতে ঘৃতাহুতি দেবেন না বলেই স্থির করে নিয়েছেন। পরবর্তীতে সাংবাদিক বৈঠক ডেকে তিনি কথা বলবেন বলে স্থির করেছেন। আদিত্য আগরওয়ালের কাছেও তিনি অনুরোধ করছেন, এখন কাদা ছোড়াছুড়ির সময় নয়। এখন দলের পাশে থাকা উচিত।
গোলকিপার কোচ পদের জন্য উপযুক্ত ব্যক্তির খোঁজ খুব শীঘ্রই শুরু করবে ইস্টবেঙ্গল। আপাতত অ্যাড্রিয়ানই সামলাবেন গুরুদায়িত্ব।
