আজকাল ওয়েবডেস্ক: বেন ডাকেটের জয়সূচক রানে রেকর্ড জয় পেয়েছে ইংল্যান্ড। পঞ্চম দিন নির্ভীক ব্যাটিং ইংল্যান্ডের ওপেনারের। বুমরা, সিরাজদের তোয়াক্কা করেননি। রবীন্দ্র জাদেজার বিরুদ্ধে রিভার্স সুইপে ছয় অনবদ্য। এবার ডাকেটকে বীরেন্দ্র শেহবাগের সঙ্গে তুলনা করলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার এবং কোচ ডেভিড লয়েড। লিডস টেস্টের পঞ্চম দিনে তাঁর ব্যাটিং দেখে মুগ্ধ ইংল্যান্ডের প্রাক্তনী। নিজের কলমে লয়েড লেখেন, 'অ্যাশেজে জিমি অ্যান্ডারসনের ওপর পানীয় ফেলে দেওয়া থেকে অনেকদূর এসেছে বেন ডাকেট। ও ভারতের বীরেন্দ্র শেহবাগের জবাব। বিশ্ব একাদশেও ও ওপেন করছে। রিভার্স সুইপ ওর স্বাভাবিক শট। মজার জন্য এই শট মারে। স্কুলে ভাল হকি প্লেয়ার ছিল জেনে আমি বিন্দুমাত্র অবাক নই। কারণ এটা হকি শটের মতো।'
কেন এত ভাল রিভার্স সুইপ মারেন, তার খোলসা করলেন স্কুলজীবনে ডাকেটের ব্যাটিং কোচ জেমস নট। তিনি বলেন, 'ছোটবেলা থেকেই ও টেকনিক্যালি শক্তিশালী ছিল। তখন থেকেই খুব জোরে শট মারত। রিভার্স সুইপ মারাও শুরু করে দেয়। যা হকি থেকে রপ্ত করেছে। আমরা ওকে অভিধান মেনে সুইপ প্র্যাকটিস করাই। তারপর স্কুলে একটা স্পিন বোলিং মেশিন আনায়। অস্ট্রেলিয়ার ব্রাইটন কলেজের বিরুদ্ধে একটা ম্যাচে শুধুমাত্র রিভার্স সুইপ মেরে ১০০ থেকে ১৫০ রানে পৌঁছয়। আমি চাইনি এই আক্রমণাত্মক মনোভাব নষ্ট হোক। রানের খিদে থাকলেও, কোনওদিন স্বার্থপর প্লেয়ার ছিল না। ও স্কুলেও ওপেন করতে চাইত। আমি ভেবেছিলাম, সংক্ষিপ্ত ফরম্যাটে ওর কেরিয়ার দীর্ঘস্থায়ী হবে। টেস্ট ক্রিকেটে সাফল্য নিয়ে নিশ্চিত ছিলাম না। কিন্তু বেন স্টোকস এবং 'বাজ' ম্যাকালাম একেবারে সঠিক সময় ওর জীবনে এসেছে।' লিডস টেস্টে অর্ধশতরানের পর দ্বিতীয় ইনিংসে শতরান করে ম্যাচের সেরা হন ডাকেট।
