আজকাল ওয়েবডেস্ক: কল্যাণী রোডে বড় সড় গাড়ি দুর্ঘটনার কবলে প্রাক্তন গোলকিপার সংগ্রাম মুখোপাধ্যায়। তবে বড় কোনও চোট তাঁর লাগেনি। গাড়িতে আরও যাঁরা ছিলেন, তাঁরা অক্ষতই রয়েছেন।  একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে সংগ্রামের গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় গাড়ি। চালকের পাশের সিটেই বসেছিলেন সংগ্রাম। সিটবেল্ট পরে থাকায় গাড়ি উলটে গেলেও বড় চোট পাননি সংগ্রাম। বাকিরাও অক্ষত এবং সুস্থ আছেন। 

আরও পড়ুন: কী হল শ্রেয়স আইয়ারের? এখনই দেশে ফেরা হচ্ছে না ভারতীয় তারকার, কারণ জানলে চমকে যাবেন...

ইউনাইটেড কর্তা নবাব ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন এই দুর্ঘটনার কথা। নবাব লিখেছেন, ''কল্যাণী রোডে গাড়ি অ্যাক্সিডেন্ট, সবাই অক্ষত। সওয়ারীর নাম সংগ্রাম মুখার্জি, সঙ্গে কোচ জোসেফ, আমাদের নীলেশ আর ঋষি (অভিজিৎ দার একমাত্র সন্তান)। সবাই অক্ষত, সবাই ভালো আছে। বড় কোনো চোট নেই।
সংগ্রাম ভালো আছে। সৌভাগ্যক্রমে আমরাও পাশেই ছিলাম। ডি সি পি গনেশ বিশ্বাস সাহেব ওই সময়ে এসে পৌঁছালেন। সঙ্গে নৈহাটির বিধায়ক সনৎ দে। সবার অসম্ভব সাহায্য, সংগ্রাম আর একটা টাই ব্রেকার ম্যাচ বের করলো। দ্বিতীয় জীবন পেল।'' 

 

দুর্ঘটনার কবলে পড়া গাড়ির ছবি এবং ভিডিও পোস্ট করেছেন নবাব। সেখানে সংগ্রাম মুখোপাধ্যায়কে দেখা যাচ্ছে। তিনি পুরোদস্তুর সুস্থ রয়েছেন। গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়েছে। সেই গাড়ির অবস্থা ভয়াল-ভয়ঙ্কর। এই খবরের প্রেক্ষিতে অনেকেই শিউরে উঠেছেন। কেউ লিখেছেন, ''বিশাল অ্যাক্সিডেন্ট। ঈশ্বরের অশেষ কৃপা এবং সকলের চেষ্টায় সত্যি দ্বিতীয় জীবন পেল। সুস্থ ভাবে বাড়ি ফিরুক সবাই।'' কেউ আবার লিখেছেন, ''গাড়িটার কী অবস্থা! এ তো শিউড়ে ওঠার মতো খবর! ঈশ্বর!'' আরেক ভক্ত লিখেছেন, ''কল্যাণী এক্সপ্রেস প্রতিনিয়ত দুর্ঘটনা লেগেই রয়েছে।'' 

দিনকয়েক আগেই সংগ্রামের একটা ম্যাচের প্রসঙ্গ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন নবাব ভট্টাচার্য। নবাব লিখেছেন, ''সালটা সম্ভবত ২০০৯। কটকের বরাবাটি স্টেডিয়ামে খেলা। মোহনবাগান বনাম ডেম্পো। ফেডারেশন কাপের (তখন পৃথিবীর সবচেয়ে বড় লিগ আইএসএল শুরু হয়নি) সেমিফাইনাল। রন্টি মার্টিন্স-কালু ওগবার বিরুদ্ধে একটা স্বপ্নের ম্যাচ খেলে ম্যাচ ২-২ ড্র রেখেছে শিল্টন পাল। সেদিন শিল্টনের গ্লাভসে ঈশ্বর ভর করেছিলেন, তা নিয়ে কোনও সন্দেহই নেই। টাইব্রেকারের সময় হঠাৎ করে পুরো মাঠকে অবাক করে দিয়ে কোচ স্ট্যানলি রোজারিও শিল্টনকে পরিবর্তন করে সংগ্রাম মুখার্জিকে নামিয়ে দিলেন। বাকিটা ইতিহাস, কালু ওগবার পেনাল্টি শট বাঁচিয়ে সংগ্রাম মোহনবাগানকে ফেডারেশন কাপ ফাইনাল তুলে দিয়েছিল। টাইব্রেকারে সংগ্রাম মোহনবাগানকে সেদিন বাঁচিয়েছিলেন।'' এদিন ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার কবল থেকে বেঁচে ফিরলেন প্রাক্তন গোলকিপার। যা দেখার পরে বলতেই হয়, আরও একটা টাইব্রেকার জিতে ফিরলেন বহু যুদ্ধের সৈনিক সংগ্রাম মুখোপাধ্যায়। 

আরও পড়ুন: ছুটছেন রোনাল্ডো, ৯৫০ গোল করে এগোচ্ছেন লক্ষ্যের দিকে