আজকাল ওয়েবডেস্ক: বিশ্বজয়ীর মুকুট পরে গৌতম গম্ভীর এই শহর কলকাতায় এসেছিলেন ক্রিকেটের ভাগ্যান্বেষণে। এই শহর তাঁকে খালি হাতে ফেরায়নি। যে শহর নিজের সৌরভের কীর্তির শরিক হতে পারেনি, সেই শহর হৃদয় উপুড় করে দিয়েছে সেই গৌতম গম্ভীরকে

নাইট অধিনায়ক হিসেবে গম্ভীর দুবার আইপিএল চ্যাম্পিয়ন করেছেন কলকাতাকে। মেনটর হিসেবেও চ্যাম্পিয়ন করেছেন কেকেআর-কে। দিল্লি ছেড়ে কলকাতা একসময়ে হয়ে গিয়েছিল গম্ভীরের হৃদয়ের রাজধানী। সেই গম্ভীর সম্পর্কে ধারণা ভাল নয় কলকাতার আরেক হার্ট থ্রব মনোজি তিওয়ারির। তাঁদের সম্পর্ক নিয়ে কালি খরচ হয়েছে প্রচুর। দিল্লিতে দুই তারকার মধ্যে ঝামেলা লেগে গিয়েছিল। এ ঘটনা সবারই জানা। সেই তিক্ততা এখনও কমেনি। মনোজ তিওয়ারি ভারতীয় দলের হেডস্যর গৌতম গম্ভীরকে 'ভণ্ড' বলে উল্লেখ করলেন

আরও পড়ুন: সুনীল কেন বাদ?‌ খালিদ যা জানালেন চমকে যাবেন

এগিয়ে আসছে এশিয়া কাপ। ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান খেলা। ভারত-পাক ম্যাচ মানে আবেগের ফুটন্ত কড়াইএশিয়া কাপের বল গড়ানোর আগে মনোজ বললেন, গম্ভীর দু'দরনের মন্তব্য করেন। একসময়ে বলতেন পাকিস্তানের সঙ্গে খেলাই উচিত নয়। আর কোচ হওয়ার পরে গম্ভীর এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলবেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও গম্ভীরের কোচিংয়ে পাকিস্তানের বিরুদ্ধে খেলেছে ভারত।

এই প্রেক্ষিতে বাংলার প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারি প্রশ্ন তুলেছেন, পাকিস্তানের সঙ্গে খেলছে ভারত। কেন গম্ভীর পদত্যাগ করছেন না। যশস্বী জয়সওয়ালের প্রসঙ্গ উত্থাপ্পন করে গম্ভীর বলতেন, ভারতীয় ক্রিকেট দলের ভবিষ্যৎ যশস্বী। অথচ সেই জয়সওয়ালকে গম্ভীর এশিয়া কাপের দলেই নেননি

গম্ভীর জমানা নিয়ে প্রশ্ন অনেক। বিতর্কও অনেক। গম্ভীর কোচ হওয়ার অব্যবহিত পরেই বিরাট কোহলি ও রোহিত শর্মা টেস্ট ফরম্যাট থেকে অবসর গ্রহণ করেন। তার আগে অস্ট্রেলিয়ায় সিরিজ চলাকালীন অবসর নেন রবিচন্দ্রন অশ্বিন। রবিবার জাতীয় দলের দরজা বন্ধ হয়ে যাওয়ায় অবসর নিয়ে ফেললেন চেতেশ্বর পূজারাওএকগুচ্ছ সাপোর্ট স্টাফও সরে দাঁড়াচ্ছেন। গম্ভীর জমানা নিয়ে দেখা দিচ্ছে প্রশ্ন আর প্রশ্ন। 

আসন্ন এশিয়া কাপের দল ঘোষণা হয়েছে। সেই দল থেকে বাদ পড়েন শ্রেয়স আইয়ার।‌ যা নিয়ে সরব ক্রিকেটমহল। আইপিএলে অনবদ্য পারফরম্যান্স শ্রেয়সের। তাঁর নেতৃত্বে ১০ বছর পর ফাইনাল খেলে পাঞ্জাব কিংস। শ্রেয়সের বাদ পড়া অনেকেই মেনে নিতে পারছে না। যার মধ্যে অন্যতম টিম ইন্ডিয়ার প্রাক্তন সহকারী কোচ অভিষেক নায়ার। দল ঘোষণার পর তারকা ক্রিকেটারের বাদ পড়া নিয়ে সাংবাদিক সম্মেলনে অজিত আগরকর বলেন, ''শ্রেয়সের কোনও দোষ নেই, আমাদেরও না। আমরা মাত্র ১৫ জনকে বেছে নিতে পারব। তাই ওকে সুযোগের অপেক্ষা করতে হবে।'' 

বোর্ডের মুখ্য নির্বাচকের এই কারণ বুঝতে পারেননি অভিষেক নায়ার। ১৫ জনের কথা তিনি ধরছেন না, এমনকী ২০ জনের দলেও নেই পাঞ্জাব কিংসের নেতা। অর্থাৎ, রিজার্ভ দলেও তাঁকে রাখার প্রয়োজনীয়তা মনে করা হয়নি। যা দেখে প্রচণ্ড ক্ষুব্ধ গৌতম গম্ভীরের প্রাক্তন ডেপুটি। অভিষেক নায়ার বলেন, ''এশিয়া কাপের ২০ জনের দলে কেন শ্রেয়স আইয়ারকে রাখা হল না আমি বুঝতে পারছি না। আমি চূড়ান্ত ১৫ জনের কথা বলছিই না। আমি ২০ জনের দলের কথা বলছি। যা স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে, টি-২০ তে নির্বাচকদের ভাবনায় নেই শ্রেয়স।'' 

আরও পড়ুন: কেন টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন?‌ তিন মাস পর কারণ জানালেন রোহিত...