আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কের বরফ এখনও গলেনি। তার প্রভাব পড়েছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস লিগেও। পাকিস্তানের বিরুদ্ধে খেলতে চান না ভারতের অনেকেই। তাই ভারত ও পাকিস্তানের মধ্যে প্রাথমিক পর্বের ম্যাচটি বাতিল করা হয়েছে

আর তার পরই পাকিস্তানের প্রাক্তন পেসার আবদুর রউফ খান তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, ''পাবলিকের সামনে দেখাচ্ছে খেলব না। কিন্তু একসঙ্গে ঘুরবে, শপিং করবে। এটা ঠিক নয়''

ভারত ও পাকিস্তানের মধ্যে এখন আর দ্বিপাক্ষিক সিরিজ হয় না। আইসিসি টুর্নামেন্টেই কেবল প্রতিবেশী দুই দেশ মুখোমুখি হয়এশিয়া কাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করেছিল পাকিস্তান। কিন্তু সেই দেশে গিয়ে খেলেনি ভারত। নিরপেক্ষ ভেন্যুর বন্দোবস্ত করা হয়েছিল ভারতের জন্য। তা নিয়ে কম জলঘোলা হয়নিএশিয়া কাপে ভারত খেলেছিল শ্রীলঙ্কার মাটিতে। আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তানের মাটিতে না গিয়ে দুবাইয়ে খেলেছিল।

?ref_src=twsrc%5Etfw">July 19, 2025

আরও পড়ুন: লর্ডস টেস্টে হারের ক্ষতে প্রলেপ পড়েনি, জাদেজা-গিলের সমালোচনায় প্রাক্তন তারকা

এবার ৬টি দল নিয়ে লিজেন্ডস লিগের আয়োজন করা হয়েছে। ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে টুর্নামেন্টবার্মিংহ্যামে আজ রবিবার রাতে ভারত-পাক ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু ভারতীয় দলের অনেক তারকাই এই ম্যাচ খেলতে চাননি। এঁদের মধ্যে রয়েছেন যুবরাজ সিং, শিখর ধাওয়ান, সুরেশ রায়না, হরভজন সিং, ইরফান পাঠান-সহ আরও অনেকে। তাঁরা খেলতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত কর্তৃপক্ষই বাতিল করে দিয়েছে ম্যাচটি

রউফ ভারতের তিন তারকা যুবরাজ সিং, হরভজন সিং ও শিখর ধাওয়ানের সমালোচনা করতে ছাড়েননিরউফকে বলতে শোনা গিয়েছে, ''ওরা একসঙ্গে এখানে ওখানে যায়। গল্প করে, খাওয়াদাওয়া করে, পার্টি করে কিন্তু খেলার সময়েই যত সমস্যা। লোকের সামনে অন্য ছবি তুলে ধরার কারণ কী?''

পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপরে গুলি বৃষ্টি হয়জঙ্গি হামলায় ২৬ জন নিহত হন। পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন এর পিছনে রয়েছে। পরিস্থিতি হয়ে ওঠে উত্তপ্ত। 'অপারেশন সিঁদুর' চালিয়ে পাকিস্তানকে সবক শেখায় ভারত। এই ঘটনার জের খেলার মাঠেও পড়েছে

 

?ref_src=twsrc%5Etfw">July 19, 2025

পাকিস্তানের বিরুদ্ধে খেলতে না চাওয়ার কথা বিবৃতি দিয়ে জানিয়ে দেন শিখর ধাওয়ান। কারণ হিসেবে তিনি তুলে ধরেন, দুই দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও উত্তেজনার কথা। ধাওয়ানের টুইট, ''আমার কাছে আমার দেশই সবার আগে। দেশের উপরে কোনও কিছুই হয় না। জয় হিন্দ।''

এ প্রসঙ্গে রউফ আরও বলেন, ''কেবল পাকিস্তানি প্লেয়ার নয়, ভারতীয় খেলোয়াড়দের মনোভঙ্গি এরকমই। আমরা একসঙ্গে খেলেছি, ড্রেসিং রুম শেয়ার করেছি, একসঙ্গে খাওয়া দাওয়া করেছি, ট্যুরে গিয়ে একসঙ্গে শপিং করেছি, একে অপরের হোটেলে গিয়ে থেকেছি। খেলার মাঠের বাইরে আামরা একে অপরের বন্ধু। কিন্তু পাবলিকের সময় তুলে ধরছি ওদের সঙ্গে খেলতে আমি রাজি নই'' পর্দার ওপারে ছবিটা ভিন্ন বলেই মতামত দিচ্ছেন রউফ। 

এজবাস্টন স্টেডিয়ামের এক্স হ্যান্ডলে পোস্ট করা হয়, “ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডসের আয়োজকেরা সিদ্ধান্ত নিয়েছেন যে ভারত-পাক ম্যাচ হচ্ছে না। স্টেডিয়ামে আর আসার দরকার নেই। টিকিটের অর্থ ফিরিয়ে দেওয়া হবে।” 

আরও পড়ুন: সম্পর্কের বরফ গলেনি, লিজেন্ডস লিগে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে চাইলেন না যুবিরা, বাতিল ভারত-পাক ম্যাচ