আজকাল ওয়েবডেস্ক: চলতি বছরের শুরুতেই বর্ডার গাভাসকার ট্রফি খেলে ফিরেছে ভারতীয় দল। আবার এই বছরের শেষে ফের সিরিজ রয়েছে অস্ট্রেলিয়ার মাটিতে। ভারত-অস্ট্রেলিয়া হোয়াইট-বল সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশিত হল রবিবার। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, চলতি বছরের অক্টোবর-নভেম্বরে আটটি শহরে বিশাল সিরিজ খেলতে যাবে টিম ইন্ডিয়া। এই সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অন্তর্ভুক্ত রয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়া রবিবার আনুষ্ঠানিকভাবে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন সিরিজের সূচি ঘোষণা করেছে। এর আগে অ্যাশেজ সিরিজের তারিখ প্রকাশ করা হয়েছিল।
২০২৫-২৬ মরশুমে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার প্রতিটি রাজ্য আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করতে চলেছে বলে জানা গিয়েছে। বিশেষ করে ক্যানবেরা ও হোবার্ট ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ আয়োজন করতে চলেছে। সিরিজ শুরু হবে ২০২৩ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ভারত ও অস্ট্রেলিয়ার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে। এই ম্যাচগুলি হবে পার্থ, অ্যাডিলেড ও সিডনিতে। এরপর শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, যেখানে গোল্ড কোস্টের কারারা স্টেডিয়াম প্রথমবারের মতো বড় ম্যাচ আয়োজন করবে।
অস্ট্রেলিয়া বনাম ভারত ওয়ানডে সিরিজের সূচি:
অক্টোবর ১৯: পার্থ স্টেডিয়াম, পার্থ (ডে/নাইট)  
 
 অক্টোবর ২৩: অ্যাডিলেড ওভাল, অ্যাডিলেড (ডে/নাইট)  
 
 অক্টোবর ২৫: এসসিজি, সিডনি (ডে/নাইট)  
অস্ট্রেলিয়া বনাম ভারত টি-টোয়েন্টি সিরিজের সূচি:
অক্টোবর ২৯: মানুকা ওভাল, ক্যানবেরা
 
 অক্টোবর ৩১: এমসিজি, মেলবোর্ন
 
 নভেম্বর ২: বেলেরিভ ওভাল, হোবার্ট
 
 নভেম্বর ৬: গোল্ড কোস্ট স্টেডিয়াম, গোল্ড কোস্ট
 
 নভেম্বর ৮: দ্য গাব্বা, ব্রিসবেন
